রূপে-গুনে বাজারে ঝড় তুলবে, Tata-র এই গাড়িগুলির বাজারে আসার অপেক্ষায় দেশবাসী

ভারতের যাত্রীবাহী গাড়ির বাজারে ঝড় তুলতে চলেছে টাটা মোটরস (Tata Motors)। বর্তমানে গাড়ি বিক্রির নিরিখে Maruti Suzuki, Hyundai-এর পরেই দেশের তৃতীয় বৃহত্তম সংস্থা হিসেবে টাটা এদেশে বিভিন্ন জ্বালানির মডেল অফার করে থাকে। যার মধ্যে রয়েছে – পেট্রোল, ডিজেল, সিএনজি এবং ইলেকট্রিক। এবারের অটো এক্সপো-তে তারা একাধিক মডেল উন্মোচিত করেছে। যার মধ্যে নিম্নে আলোচিত এই পাঁচটি গাড়ি এদেশের বাজারে হাজির করা হতে পারে।

Tata Altroz Racer

অটো এক্সপো ২০২৩-এ প্রদর্শিত Altroz Racer হল টাটার অন্যতম পেশীবহুল গাড়ি। লাল রঙের ঊজ্জ্বল আভা, ব্ল্যাক কালারের হুড ও হোয়াইট রেসিং স্ট্রাইপের মাধ্যমে গাড়িটিকে চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ২০১৯-এ লঞ্চ হওয়া অলট্রোজ-এর স্পোর্টি ভার্সন এটি। এতে দেওয়া হয়েছে স্পোর্টি অ্যালয় হুইল, গ্লসি ব্ল্যাক শেডে ORVM। কেবিনে রয়েছে একটি ১০.২৫ ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম, এয়ার পিউরিফায়ার, ফ্রন্ট ভেন্টিলেটেড সিট এবং নতুন ডিজাইনের ড্রাইভার ডিসপ্লে ইউনিট। গাড়িটি লঞ্চের দিনক্ষণ ঘোষণার না করা হলেও, অনুমান করা হচ্ছে এটি ২০২৪ এর প্রথমার্ধে বাজারে আসবে।

Altroz racer

Tata Altroz CNG

Altroz Racer-এর জন্য যদি তর না সয়, এবং বিকল্প জ্বালানির গাড়ি পছন্দ হয়, তবে Altroz CNG হতে পারে আপনার সেরা পছন্দের গাড়ি। ডুয়েল সিলিন্ডার সেটআপ সহ গাড়িটি এ বছর শেষের দিকে লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে। সিলিন্ডার দুটি পেছনের ফ্লোরের ঠিক ওপরে অবস্থিত। এতে ৩০ লিটার বুট স্পেস সহ গাড়িটিতে সিঙ্গেল অ্যাডভান্সড ইঞ্জিন কন্ট্রোল ইউনিট এবং ডিরেক্ট স্টেট সিএনজি অফার করা হয়েছে।

Tata Altroz CNG

Tata Punch

এবারের অটো এক্সপো-র অন্যতম আকর্ষণীয় মডেল হিসেবে হাজির হয়েছিল Punch CNG। তবে সংস্থার পরবর্তী ইলেকট্রিক গাড়ি হিসেবে লঞ্চ হতে পারে Punch EV। যদিও গাড়িটির প্রসঙ্গে এখনো তেমন কোন তথ্য প্রকাশ্যে আসেনি। কেবল নিশ্চিত করা হয়েছে এটি একটি নতুন সিগমা আর্কিটেকচারের ওপর ভিত্তি করে আসবে। অন্যান্য ইভি মডেলের মতো এতেও জিপট্রন পাওয়ারট্রেন দেওয়া হবে। আশা করা হচ্ছে গাড়িটি একটি পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর সমেত আসবে।

Tata Punch

Tata Harrier EV

টাটার আসন্ন লঞ্চের তালিকায় থাকা অন্যতম আকর্ষণীয় গাড়ি হল Harrier EV। অনুমান করা হচ্ছে এটি সংস্থার সবচেয়ে দামি ইলেকট্রিক মডেল হিসেবে বাজারে পা রাখবে। যার মূল্য ৩০ লক্ষ টাকার উপরে থাকবে বলেই আশা করা হচ্ছে। এবছর অটো এক্সপো-তে উন্মোচিত হয়েছে এটি। সংস্থার দ্বিতীয় প্রজন্মের ইভি আর্কিটেকচারের উপর ভিত্তি করে আসবে Harrier EV। ২০২৪-বাজারে আসতে চলা গাড়িটি সিঙ্গেল চার্জে ৪০০ কিলোমিটারের বেশি রেঞ্জ দেবে বলেই অনুমান করা হচ্ছে।

Tata Harrier EV

Tata Curvv

টাটার এখনো পর্যন্ত সবচেয়ে সেরা ডিজাইনের গাড়ি হিসেবে উন্মোচিত হয়েছে Curvv। যদিও এখনও এটি কনসেপ্ট ভার্সনেই রয়েছে। নমুনা মডেলের বহিরঙ্গের স্টাইল সহ গাড়িটি বাজারে এলে অসংখ্য গ্রাহকের রাতের ঘুম কাড়বে বলে হলফ করে বলা যায়। এটি এমন এক প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি যা ব্যাটারি প্যাকের পাশাপাশি একটি প্রথাগত ইঞ্জিনও সমর্থন করবে। আশা করা হচ্ছে ২০২৪-২৫-এ গাড়িটি বাজারে আনা হবে।

Tata Curvv