মধ্যবিত্তের মাথায় হাত, একসাথে 3 জনপ্রিয় গাড়ির দাম বাড়াল Tata Motors

২০২৩-এর এপ্রিল থেকে সমগ্র ভারতে কার্যকর হতে চলা নয়া নির্গমন বিধি ওবিডি-২ পালন করে বিভিন্ন সংস্থা নতুন ইঞ্জিন সমেত গাড়ি লঞ্চ করছে। টাটা মোটরস (Tata Motors)-এর ক্ষেত্রেও তার অন্যথা নয়। যে কারণে ইতিমধ্যেই তারা বিভিন্ন গাড়ির দাম বাড়িয়েছে। Safari এবং Harrier যেমন ২৫,০০০ টাকা দামী হয়েছে। এবারে সংস্থাটি তাদের অপেক্ষাকৃত সস্তা গাড়ির মূল্য বৃদ্ধির পথে হাঁটল। সেই তালিকায় মূলত মাইক্রো এসইউভি, সেডান, ও হ্যাচব্যাক।

Tata Altroz

Altroz-এর সমস্ত পেট্রোল এবং ডিজেল ভ্যারিয়েন্টে এখন আইডেল স্টার্ট-স্টপ টেকনোলজি উপলব্ধ। যে কারণে গাড়িটির পেট্রোল ভার্সনের দাম ১০,০০০ টাকা এবং ডিজেল ভার্সনের মূল্য ১৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। আবার টার্বো পেট্রোল ভ্যারিয়েন্টের মূল্য ৫,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত বেড়েছে।

Tata Punch

Punch-এর Kaziranga এডিশনের বিক্রি বন্ধ করার ফলে বর্তমানে গাড়িটি কেবল Camo স্পেশাল এডিশনে বেছে নেওয়া যায়। মূল্যবৃদ্ধির প্রসঙ্গে বললে, গাড়িটির পিওর ভ্যারিয়েন্টের দাম ৩,০০০ টাকা এবং অন্যান্য মডেলের মূল্য ১০,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

Tata Tiago

Tiago-র কয়েকটি বাছাই করা ভ্যারিয়েন্টে সম্প্রতি আপডেট দেওয়া হয়েছে। নতুন ফিচার হিসেবে যুক্ত হয়েছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম। ফলে গাড়িটির পেট্রোল ভার্সনের দাম ১৫,০০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছে টাটা। সিএনজি মডেলের মূল্য ৯,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা বেড়েছে। আবার Tiago NRG-র XT ও XZ মডেল দুটির দাম যথাক্রমে ১২,০০০ ও ১৫,০০০ টাকা মহার্ঘ করা হয়েছে।

Tata Tigor

কম্প্যাক্ট সেডান Tigor তিনটি পাওয়ারট্রেন অপশনে বেছে নেওয়া যায় – পেট্রোল, সিএনজি এবং ইলেকট্রিক পাওয়ারট্রেন। প্রতিটি মডেলের দাম ১০,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা বাড়ানো হয়েছে।