Tata Motors-কে টেক্কা দিল Maruti Suzuki, Nexon-কে হারিয়ে আবারও SUV-র রাজা Brezza

প্রকাশিত হল সেপ্টেম্বরে ভারতে সর্বাধিক বিক্রিত স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি (SUV) গাড়ির তালিকা। যেখানে দেখা গিয়েছে নতুন লঞ্চ হওয়া Maruti Suzuki Brezza তালিকার শীর্ষস্থানটি দীর্ঘদিনের খেলোয়ার Tata Nexon-এর থেকে ছিনিয়ে নিয়েছে। যদিও আগস্টেই নেক্সনকে পিছনে ফেলে এগিয়ে যায় ব্রেজা। গত মাসে Brezza-র ১৫,৪৪৫ ইউনিট বিক্রি হয়েছে। দেখতে গেলে, ২০২১-এর একই সময়ের তুলনায় এবার গাড়িটির ১৩,৫৭১ ইউনিট বেশি বেচেছে মারুতি। ফলে বেচাকেনায় ৭২৪ শতাংশ উত্থান ঘটেছে। ১৪,৫১৮ ইউনিট বিক্রির মাধ্যমে তালিকার দ্বিতীয় স্থানের দখলদার Tata Nexon।

২০২১-এর সেপ্টেম্বরে Nexon-এর ৯,২১১টি মডেল বিক্রি হওয়ায় ফলে সেপ্টেম্বরের বেচাকেনায় ৫৭.৬% অগ্রগতি ঘটেছে। তালিকার তিন নম্বরে জায়গা করে নিয়েছে Hyundai Creta। আগের মাসে মাঝারী আকারের এসইউভি গাড়িটির ১২,৮৬৬ ইউনিট বিক্রি হয়েছে। আগের বছরের থেকে ৪,৬৭৩টি মডেল বেশি কিনেছেন গ্রাহকরা। এরপর আছে Tata Punch। গত মাসে ভারতের অনত্যম নিরাপদ গাড়িটি ১২,২৫১ ক্রেতা আপন করেছেন।

পঞ্চম স্থানে রয়েছে Hyundai Venue। সেপ্টেম্বরে মোট ১১,০৩৩ ইউনিট বিক্রি হয়েছে গাড়িটি। আগের বছর ওই সময়ে এর বেচাকেনা হয়েছিল ৭,৯২৪। ষষ্ঠ স্থানের দখলদার Kia Seltos। গত মাসে গাড়িটি মোট ১১,০০০ জন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে। আগের বছরে ওই সময়ে যার পরিমাণ ছিল ৯,৫৮৩ ইউনিট। সাত নম্বরের অংশীদার Mahindra Scorpio। গত মাসে এটি মোট ৯,৫৩৬ জন গ্রাহকের নতুন ঠিকানা পেয়েছে। তুলনাস্বরূপ, ২০২১-এর সেপ্টেম্বর মাত্র ২,৫৮৮ ইউনিট বিক্রি হয়েছিল এটি।

অষ্টম স্থানে রয়েছে Kia Sonet। এ বছর সেপ্টেম্বরে গাড়িটির ৯,২৯১ ইউনিট বিক্রি করতে পেরেছে কিয়া। নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে Mahindra XUV300 ও Mahindra XUV700। গত মাসে এর বিক্রিবাটার পরিমাণ ছিল যথাক্রমে ৬,০৮০ ও ৬,০৬৩ ইউনিট। ২০২১-এর সেপ্টেম্বরে এগুলি বিক্রি হয়েছিল যথাক্রমে ৩,৬৯৩ ও ১,৩৭০টি।