মারুতির জয়জয়কার, তবে Alto বা Swift নয়, ডিসেম্বরে ভারতে সর্বাধিক বিক্রি হল এই গাড়ি

গত বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে ভারতের যাত্রী গাড়ির বাজারে বিক্রির রেখচিত্র নীচে নেমেছে। কেবল দু’একটি সংস্থার ক্ষেত্রে ২০২২-এর নভেম্বরের সাপেক্ষে বিক্রিবাটা সামান্য বেড়েছে। যদিও ২০২১-এর ডিসেম্বরের নিরিখে বিক্রি বাড়িয়ে নিতে পেরেছে অধিকাংশ নির্মাতাই। এখন খবর হল, বিগত দু’মাসে ভারতের বেস্ট সেলিং গাড়ি হিসেবে জায়গা স্থায়ী জায়গা করে নিয়েছে Maruti Suzuki Baleno। যেমন ২০২২-এর নভেম্বরের পর ডিসেম্বরেও সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় বেছে নিয়েছেন গাড়িটি। গত মাসে এটি মোট ১৬,৯৩২ জন নতুন ক্রেতার মুখ দেখেছে। ২০২১-এর ওই সময়ে বেচাকেনার পরিমাণ ১৪,৪৫৮ থাকায় গত মাসে বিক্রিতে ১৭ শতাংশ জোয়ার এসেছে।

২০২২-এর ডিসেম্বরে সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে Maruti Suzuki Ertiga। এর বেচাকেনার পরিমাণ ছিল ১২,২৭৩ ইউনিট। ১২,০৬১ ইউনিট বিক্রি করে তিন নম্বরে ঠাঁই পেয়েছে Maruti Suzuki-র আরেক গাড়ি Swift। তুলনাস্বরূপ ২০২১-এর ডিসেম্বরে গাড়িটির ১৫,৬৬১ ইউনিট বিক্রি করেছিল সংস্থা।

বরাবরের মতো গত বছর ডিসেম্বরেও দেশের সর্বাধিক বিক্রিত এসইউভি হিসাবে তালিকার চতুর্থ স্থান দখল করেছে Tata Nexon। গত মাসে গাড়িটির ১২,০৫৩ ইউনিট বিক্রি হয়েছে। পঞ্চম স্থানে জায়গা পেয়েছে Maruti Suzuki Dzire। আগের মাসে এর ১১,৯৯৭ জন ক্রেতার হাতে চাবি তুলে দিয়েছে সংস্থা। এর পরের স্থান দখল করেছে Maruti Suzuki Brezza। গত মাসে এটি ১১,২০০ জন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে।

সপ্তম স্থানের দখলদার Tata Punch। দেশের সর্বাধিক সুরক্ষা ফিচার যুক্ত গাড়িটি গত মাসে ১০,৫৮৬ জন নতুন ক্রেতার হদিশ পেয়েছে। তালিকায় এরপর স্থান পেয়েছে নতুন ভার্সনে লঞ্চ হওয়া Maruti Suzuki Eeco। আগের মাসে এটি ১০,৫৮১ ইউনিট বিক্রি হয়েছে। নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে Hyundai Creta Maruti Suzuki Wagon R। ডিসেম্বরে গাড়ি দুটির বিক্রির পরিমাণ যথাক্রমে ১০,২০৫ ও ১০,১৮১ ইউনিট।