Top 10 SUVs in January: মারুতি, হুন্ডাইকে টেক্কা দিয়ে এসইউভি গাড়ি বিক্রিতে ফার্স্ট বয় টাটা মোটরস

২০২৩-এর জানুয়ারিতে ভারতের সর্বাধিক বিক্রি হওয়া এসইউভি (SUV) গাড়ির তালিকা প্রকাশ পেল। বরাবরের মতো গত মাসেও নিজের স্থান ধরে রাখল টাটা মোটরস (Tata Motors)। Nexon-এর জনপ্রিয়তার কাঁধে ভর করে ভারতের সর্বাধিক বিক্রিত এসইউভি গাড়ি বিক্রেতার তালিকার শীর্ষস্থান ধরে রাখল টাটা। শুধু তাই নয়, ২০২২-এর জানুয়ারিতে যেখানে সংস্থাটি নেক্সনের ১৩,৮১৬টি মডেল বিক্রি করেছিল, সেখানে গত মাসে এর ১৫,৫৬৭ ইউনিট বিক্রি হয়েছে। ফলে বেচাকেনা বৃদ্ধির শতকরা হার ১৩%।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেস্ট সেলিং এসইউভি গাড়ি হিসেবে উঠে এসেছে Hyundai Creta-এর নাম। আগের মাসে এটি ১৫,০৩৭টি বিক্রি হয়েছে। আবার গত বছর ওই সময়ে বিক্রির পরিমাণ ছিল ৯,৮৬৯। জানুয়ারিতে ১৪,৩৫৯ ইউনিট বিক্রির ফলে তালিকার তৃতীয় স্থানের দখলদার Maruti Suzuki Brezza। আগের বছর মোট ৯,৫৭৬টি বিক্রি হয়েছে।

চার নম্বর স্থান দখল করেছে Tata Punch। জানুয়ারিতে এটি ১২,০০৬ ইউনিট বিক্রিবাটা হয়েছে। যেখানে এক বছর আগে এর বিক্রির সংখ্যা ছিল ১০,০২৭। Hyundai Venue তালিকার পঞ্চম স্থান অধিকার করেছে। গত মাসে মোট ১০,৭৩৮ জন ক্রেতার হাতে গাড়িটির চাবি তুলে দিয়েছে হুন্ডাই। তুলনাস্বরূপ ২০২২-এর প্রথম মাসে বিক্রি হয়েছিল ১১,৩৭৭। এরপরের স্থানে উঠে এসেছে Kia Seltos-এর নাম। যেটি বিক্রি হয়েছে ১০,৪৭০ ইউনিট।

পরবর্তী স্থানেও রয়েছে কিয়ার অন্য একটি গাড়ি – Sonet। আগের মাসে যার বেচাকেনার পরিমাণ ছিল ৯,২৬১। গত বছর জানুয়ারিতে এর ৬,৯০৪টি মডেল বিক্রি হয়েছিল। ৮,৭১৫ ইউনিট বিক্রির মাধ্যমে অষ্টম স্থানের দখলদার Mahindra Scorpio। আগের বছর জানুয়ারিতে এটি ৩,০২৬টি বিক্রি হয়েছিল। নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে Maruti Suzuki Grand Vitara ও Mahindra XUV700। আগের মাসে এদের বেচাকেনার পরিমাণ ছিল যথাক্রমে ৮,৬৬২ ও ৫,৭৮৭ ইউনিট।