কম সময়ে বিপুল সাফল্য, Hyundai এর অধীনস্থ কিয়ার তুমুল জনপ্রিয়তার পিছনে যে তিন গাড়ি

উৎসবমুখর অক্টোবরের পর নভেম্বরেও ভারতের গাড়ি শিল্পের মুখে চওড়া হাসি বিদ্যমান থাকতে দেখা গেছে। আগের মাসের তুলনায় বিক্রিবাটা খানিক কমলেও আগের বছরের নভেম্বরের তুলনায় বেশিরভাগ ক্ষেত্রেই বৃদ্ধি পেয়েছে। হুন্ডাই মোটর গোষ্ঠী (Hyundai Motor Group)-এর অধীনস্থ কিয়া (Kia)-র ক্ষেত্রেও যার অন্যথা হয়নি। ভারতে অল্প সময়ের মধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে তারা। গত মাসে দক্ষিণ কোরিয়ান সংস্থাটির তিনটি মডেল তাদের বিক্রিতে সর্বাধিক অবদান রেখেছে। আসুন গাড়িগুলির বিক্রির পরিসংখ্যান কেমন ছিল একনজরে তা দেখে নিই।

Kia Carens

কিয়ার সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকার তৃতীয় স্থানে রয়েছে Carens। গত মাসে মোট ৬,৩৬০ জন ক্রেতার হদিশ পেয়েছে এটি। বাজারে এর প্রতিপক্ষদের মধ্যে রয়েছে Toyota Innova Crysta। কিয়া কারেন্স দুটি পেট্রোল এবং একটি ডিজেল ইঞ্জিনের বিকল্পে বেছে নেওয়া যায়। এছাড়া ম্যানুয়াল গিয়ারবক্স এবং ডিসিটি অথবা টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশনে উপলব্ধ গাড়িটি।

Kia Sonet

গত মাসে কিয়ার দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গাড়ি হল Sonet। নভেম্বরে সাব-৪ মিটার এসইউভি (SUV) গাড়িটি Hyundai Venue-র হার্ডওয়্যার সহ এসেছে। আবার এই মডেলটিই হল সনেটের প্রতিদ্বন্দ্বী। আগের মাসে মোট ৭,৮৩৪ জন গ্রাহক গাড়িটি বাড়ি নিয়ে এসেছে। তুলনা স্বরূপ আগের বছর ওইসময়ে এর বেচাকেনার পরিমাণ ছিল ৪,৭১৯। ফলে এবারের বিক্রিতে ৬৬% উত্থান ঘটেছে। এটি দুটি পেট্রোল এবং একটি ডিজেল মিলের বিকল্পে উপলব্ধ। চারটি গিয়ারবক্সের অপশন সহ কেনা যায় গাড়িটি।

Kia Seltos

কিয়া আগের মাসে তাদের বেস্ট সেলিং মডেল Seltos-এর ৯,২৮৪ ইউনিট বিক্রি করতে পেরেছে। আগের বছর ওইসময়ে গাড়িটির বেচাকেনার পরিমাণ ছিল ৮,৮৫৯। ফলে আগেরবারের চাইতে এবারে ৫% অগ্রগতি দেখা গেছে। Hyundai Creta-র হার্ডওয়্যার এতেও ব্যবহার করা হয়েছে। বিভিন্ন প্রকার গিয়ারবক্স সহ গাড়িটি বেছে নেওয়া যায়।