Mahindra-র জনপ্রিয়তা অটুট, Scorpio-র পাশাপাশি অন্যান্য গাড়ির চাহিদাও তুঙ্গে

পুজোর মরসুম অক্টোবরের পর নভেম্বরেও ভারতের গাড়ি শিল্পের মুখে চওড়া হাসি বিদ্যমান থাকতে দেখা গিয়েছে। বিক্রিবাটা খানিক কমলেও আগের বছরের নভেম্বরের তুলনায় বেশিরভাগ ক্ষেত্রেই বৃদ্ধি ঘটেছে। এদেশের এসইউভি (SUV) স্পেশালিস্ট মাহিন্দ্রা (Mahindra)-র ক্ষেত্রেও যার ব্যতিক্রম ঘটেনি। গত মাসে তারা মোট ৩০,২৩৮টি ইউটিলিটি ভেহিকেল বিক্রি করতে পেরেছে। তার মধ্যে সবচেয়ে বেশি অবদান রাখা তিনটি গাড়ি সম্পর্কে এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নেব আমরা।

Mahindra XUV300

মাহিন্দ্রার ৪ মিটারের কম দৈঘ্যের XUV300 বর্তমানে তাদের তৃতীয় সর্বাধিক বিক্রিত মডেল। গত মাসে মোট ৫,৯০৩ জন ক্রেতা বাড়ি নিয়ে এসেছেন গাড়িটি। তুলনাস্বরূপ আগের বছর ওই মাসে এর বিক্রিবাটার পরিমাণ ছিল ৪,০০৫ ইউনিট। ফলে এবারে বিক্রিতে ৪৭ শতাংশ জোয়ার লক্ষ্য করা গেছে।

এসইউভি মডেলটি দুটি ইঞ্জিনের বিকল্পে অফার করা হয়। ১.২ লিটার পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল মিল। আবার উচ্চ ক্ষমতার পেট্রোল ইঞ্জিন সমেত বেছে নেওয়া যায় গাড়িটি। যার নাম XUV300 TurboSport। যা থেকে ১২৯ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। এটিই হল এই সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী এসইউভি।

Mahindra Scorpio

মাহিন্দ্রার সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে Scorpio। আগের মাসে মোট ৬,৪৫৫ জন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে গাড়িটি। যেখানে আগের বছর ওই মাসে বেচাকেনার পরিমাণ ছিল ৩,৩৭০ ইউনিট। ফলে এবারে বিক্রিতে ৯২% উত্থান নজর করা গেছে।

মাহিন্দ্রা স্করপিও ক্লাসিক একটি ২.২ লিটার ডিজেল ইঞ্জিন সহ উপলব্ধ। যেখানে নতুন Scorpio-N দুটি ডিজেল এবং একটি পেট্রোল ইঞ্জিনের বিকল্পে বেছে নেওয়া যায়। Scorpio-N একটি ৪×৪ সিস্টেম পেয়েছে। যা Scorpio Classic-এ অনুপস্থিত।

Mahindra Bolero

এবছর নভেম্বরে মাহিন্দ্রার বেস্ট সেলিং এসইউভি গাড়ির তকমা ছিনিয়ে নিয়েছে Bolero। গত মাসে গাড়িটি মোট ৭,৯৮৪ ইউনিট বিক্রি হয়েছে। যেখানে আগের বছর নভেম্বরে এর বেচাকেনার পরিমাণ ছিল ৫,৪৪২ থাকায়, এবারে বিক্রিতে ৪৭% অগ্রগতি ঘটেছে। বডি অন-ফ্রেম কনস্ট্রাকশন সহ মাহিন্দ্রা বোলেরোতে রয়েছে একটি স্বতন্ত্র ফ্রন্ট সাসপেনশন। এতে উপস্থিত ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন থেকে ৭৫ বিএইচপি শক্তি উৎপন্ন হয়।