অন্যান্য গাড়িকে পিছনে ফেলে দেদার বিকোচ্ছে Maruti-র এই তিন মডেল, কিনবেন নাকি

আমাদের দেশে গাড়ির জগতে সবচেয়ে বেশি সংখ্যক বিক্রি এবং মডেল সংখ্যার উপর নির্ভর করে প্রথম স্থান কেবলমাত্র জাপানের সংস্থা মারুতি সুজুকির (Maruti Suzuki) দখলে। আর এই কারণেই প্রতি মাসের বিক্রি-বাট্টার তালিকার একদম উপরে থাকে মারুতি। অন্যান্য মাসের মত গত ফেব্রুয়ারিতেও তার ব্যতিক্রম কিছু হয়নি। পূর্ববর্তী মাসগুলির মত একই ধারা অব্যাহত গত মাসেও। ২০২৩ এর ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে মারুতি সুজুকির বিক্রি করা প্রথম তিনটি গাড়ির নাম এবং তাদের গত বছরের ফেব্রুয়ারির তুলনায় গ্রাহক সংখ্যা বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরলাম আমরা।

Maruti Suzuki Baleno

গত মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে এই সংস্থার বেস্ট-সেলিং গাড়ির তকমা পেয়েছে ব্যালেনো। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মোট ১৮,৫৯২ গ্রাহকের কাছে পৌঁছে গিয়েছিল ব্যালেনো গাড়ির চাবি। পূর্ববর্তী বছরের ফেব্রুয়ারির তুলনায় এই বিক্রির বৃদ্ধির হার ৪৮%।

১.২ লিটারের পেট্রল ইঞ্জিন সমৃদ্ধ এই হ্যাচব্যাক মডেলটির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে Hyundai i20 এবং Tata Altroz। এছাড়াও এই গাড়িটির প্রায় একই ধরনের লুক ও ডিজাইন যুক্ত Toyota Glanza গাড়িটিও কিনতে পাওয়া যায় আমাদের দেশে।

Maruti Suzuki Swift

হ্যাচব্যাক মডেল হিসেবে বেশ কিছু বছর ধরেই ভারতবাসীর হৃদয় জয় করে রয়েছে মারুতি সুজুকি সুইফট গাড়িটি। গত মাসে ১৮,৪১২ টি মডেল বিক্রি করে এই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে এটি। যদিও গত বছরের এই একই সময়ে মারুতির জনপ্রিয় এই গাড়ির গ্রাহক সংখ্যা ছিল ১৯,২০২। অর্থাৎ এক্ষেত্রে গাড়িটির বিক্রিতে ৪ শতাংশ ভাঁটা লক্ষ্য করা যায়।

জাপানের এই সংস্থার তৈরি সুইফট গাড়িটি বিগত বেশ কিছু সময় ধরেই নতুন আপডেটের ছোঁয়া পায়নি। আগামী দিনে এই মডেলটিতে ১.০ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন সংযুক্ত করা হলে নিঃসন্দেহে তা ফলপ্রদ হবে।

Maruti Suzuki Alto

গত ফেব্রুয়ারি মাসে মারুতি সুজুকির তৃতীয় বেস্ট সেলিং গাড়ি হিসেবে উঠে এসেছে এই সংস্থার এন্ট্রি লেভেলের মডেল অল্টো। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মারুতি সুজুকি অল্টো গাড়িটির ১১,৫৫১ টি মডেল বিক্রি করা গেলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে সেই সংখ্যাটি ৫৭% বেড়ে হয়েছে ১৮,১১৪।

সংস্থার সবচেয়ে সস্তা এি গাড়িটিতে রয়েছে দুই ধরনের ইঞ্জিন অপশন। একটি ৮০০ সিসির আর অন্যটি খানিকটা বড় ১.০ লিটার K সিরিজ ইঞ্জিন। নতুন প্লাটফর্মের উপর এই দ্বিতীয় ইঞ্জিনটি গত বছর যুক্ত হওয়ার পর থেকেই অল্টোর চাহিদা বেড়েছে কয়েক গুণ হারে।