খুশির খবর, Apple iPhone 13 সিরিজের ফোনে ব্যবহার হবে USB Type-C পোর্ট, আলাদা চার্জার কিনতে হবে না

Apple (অ্যাপল)-এর নতুন iPhone 13 (আইফোন ১৩) সিরিজের ওপর থেকে পর্দা সরার অপেক্ষায় দিন গুনছে প্রিমিয়াম স্মার্টফোনপ্রেমীমহল তথা প্রযুক্তি দুনিয়া। এরই মধ্যে আসন্ন লাইনআপের বিভিন্ন ফিচার সামনে এসেছে। আবার সাম্প্রতিক রিপোর্টে, নতুন আইফোনগুলিতে ‘মিমিওয়েভ ৫জি’ প্রযুক্তি থাকার কথাও বলা হয়েছে। কিন্তু হাজারো রিপোর্ট প্রকাশিত হলেও, Apple, iPhone 13 সিরিজের ফোনগুলির কানেক্টিভিটি পোর্ট সম্পর্কে কী ভাবছে তা এতদিন জানা যায়নি। তবে মনে হচ্ছে আসন্ন আইফোন সিরিজ আরো আধুনিক রূপে বাজারে পা রাখবে। আসলে বর্তমানে অধিকাংশ অ্যান্ড্রয়েড ফোনে ইউএসবি টাইপ-সি পোর্ট দেখা গেলেও, মার্কিনি কোম্পানিটিকে এতদিন নিজের ডিভাইসের পুরনো লাইটনিং পোর্ট সরানোর বা প্রতিস্থাপন করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। কিন্তু এবার এই চেনা ছবি পাল্টাতে চলেছে। সূত্রের খবর, আইফোন ১৩ সিরিজের হ্যান্ডসেটগুলি ইউএসবি টাইপ-সি পোর্ট (USB Type-C port) সহ আসবে। শুধু তাই নয়, ইউরোপীয় ইউনিয়নের নির্দেশ অনুসারে, এগুলির রিটেল বক্সে চার্জারও দেওয়া হতে পারে।

iPhone 13 সিরিজে মিটবে চার্জার ও কানেক্টিভিটি পোর্টের সমস্যা?

রিপোর্ট অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট জানিয়েছে যে, সমস্ত স্মার্টফোন হ্যান্ডসেটের সাথে নির্মাতা সংস্থাকে সাধারণ চার্জার দিতে হবে। ফলে ধরে নেওয়া যায়, আসন্ন আইফোন ১৩ সিরিজ স্মার্টফোন ক্রেতাদের আলাদা করে চার্জার কিনতে হবেনা। তাছাড়া ইউনিয়ন, আইফোনের পুরোনো পোর্ট স্টাইল প্রতিস্থাপন করার বিষয়েও মত প্রকাশ করেছে। তাই নতুন আইফোনগুলিতে ইউএসবি টাইপ-সি পোর্ট থাকার সম্ভাবনা দেখছেন অনেকেই। যদিও অ্যাপল মনে করছে, হঠাৎ করে আইফোনে লাইটনিং পোর্ট বন্ধ করে দিলে বেশি ইলেকট্রনিক বর্জ্য তৈরি হবে, কারণ বর্তমানে বিশ্বব্যাপী প্রচুর আইফোন চার্জার রয়েছে।

এদিকে শোনা যাচ্ছে যে ইউনিয়ন সেপ্টেম্বরে একটি সাধারণ চার্জার আইন চালু করার পরিকল্পনা করেছে। আর এই আইন পাস হলে অ্যাপলকে ইউরোপে বিক্রি হওয়া আইফোনের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট গ্রহণ করতেই হবে। সেক্ষেত্রে, অ্যাপল ইউরোপীয় বাজারের জন্য একরকম আইফোন পোর্ট বানাবে এবং বিশ্ববাজারের আইফোনের জন্য দেওয়া হবে আলাদা চার্জিং পোর্ট – এমন সম্ভাবনা একদমই নেই!

চার্জার মিললেও, রিটেল বক্সে থাকবে না ইয়ারফোন

অ্যাপল গত বছর নতুন আইফোনের সাথে চার্জিং অ্যাডাপ্টার এবং ইয়ারফোন সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও ফ্রান্সের আইনের জেরে অ্যাপলকে নিজের পরিকল্পনার বিরুদ্ধে গিয়ে সে দেশে বিনামূল্যে ইয়ারফোন সরবরাহ করতে হয়েছে। তবে অন্যান্য মার্কেটের জন্য এই নিয়ম বলবৎ থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন