দিনকে দিন Tata-র গাড়ির জনপ্রিয়তা বাড়ছে, সর্বাধিক চাহিদা এই 3 মডেলের

বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি শুরু হতেই জানুয়ারিতে বেচাকেনার হাল হকিকত প্রকাশ করল টাটা মোটরস (Tata Motors)। বর্তমানে তাদের ব্যবসায় বেশ লক্ষ্মীলাভ হতে দেখা যাচ্ছে। গত মাসেও যার ধারা অব্যাহত থাকতে দেখা গেল। তিনটি গাড়ির জনপ্রিয়তার উপর ভর করে দেশের তৃতীয় বৃহত্তম সংস্থার আসন স্থির রাখল তারা। তবে বহু চেষ্টা চরিত্রের পরও মূল প্রতিপক্ষ হুন্ডাই (Hyundai)-কে টক্কর দেওয়া গেল না। আসুন গত মাসে টাটার সর্বাধিক বিক্রিত তিনটি মডেল সম্পর্কে জেনে নিই।

Tata Tiago

সর্বাধিক বিক্রিত যাত্রীবাহী গাড়ির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে Tata Tiago। জানুয়ারি ২০২৩-এ এটি মোট ৯,০৩২ জন ক্রেতার মুখ দেখেছে। ২০২২-এর প্রথম মাসে যেই সংখ্যাটি ছিল ৫,১৯৫। যার ফলে বিক্রিতে ৭৪ শতাংশ অগ্রগতি ঘটেছে। হ্যাচব্যাক মডেলের গাড়িটি পেট্রোল, সিএনজি এবং ইলেকট্রিক ভার্সনে বেছে নেওয়া যায়।

Tata Punch

তালিকার দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গাড়ি হিসেবে আত্মপ্রকাশ করেছে Tata Punch। নতুন লঞ্চ হওয়ার পর থেকেই সংস্থার দ্বিতীয় বেস্ট সেলিং মডেলের তকমা ধরে রেখেছে গাড়িটি। গেল মাসে এটি মোট ১২,০০৬ জন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে। গত বছর ওই সময়ে এর বিক্রির পরিমাণ ছিল ১০,০২৭ ইউনিট। ফলে বেচাকেনায় ২০ শতাংশ বৃদ্ধি ঘটেছে। এটি বর্তমানে কেবল পেট্রোল ভার্সনে উপলব্ধ। তবে সিএনজি এবং ইলেকট্রিক ভার্সনেও আনার পরিকল্পনা করছে টাটা।

Tata Nexon

এসইউভি গাড়ির দুনিয়াতে তো বটেই এমনকি সংস্থার বেস্ট সেলিং মডেল হিসেবেও জয়ধ্বজা উড়িয়ে চলেছে Tata Nexon। জানুয়ারি ২০২৩-এ গাড়িটি মোট ১৫,৫৬৭ জন ক্রেতা বেছে নিয়েছেন। ২০২২-এর ওইসময়ে বেচাকেনার পরিমাণ ছিল ১৫,৫৬৭ ইউনিট। ফলে বিক্রিতে শতকরা ১৩% উত্থান ঘটেছে। গাড়িটি পেট্রোল, ডিজেল এবং ইলেকট্রিক ভার্সনে বেছে নেওয়া যায়। আবার শীঘ্রই এর সিএনজি মডেল লঞ্চ করবে টাটা।