Top 5 Car Brands January: গাড়ি বাজারের হালহকিকত কী? টাটা-মারুতি কোথায় দাঁড়িয়ে? এক ক্লিকে জানুন

করোনা অতিমারির করাল গ্রাসে থমকে গিয়েছিল বিশ্ব অর্থনীতি। ২০২২ ও ২০২১ এই দুই বছরে বিভিন্ন শিল্প একপ্রকার মুখ থুবড়ে পড়েছিল। অর্থনীতিকে সচল রাখতে বড় ভূমিকা পালন করে গাড়ি শিল্প। বেহাল অবস্থা থেকে বাদ পড়েনি এটিও। ২০২২-এর শুরু থেকে করোনার প্রভাব কমতেই ধীরে ধীরে সচল হতে শুরু করেছিল অর্থনীতির চাকা। তবে গত বছর পুজোর মরসুম থেকে ব্যাপকভাবে যাত্রীবাহী গাড়ির বিক্রি বাড়তে দেখা যায়। ২০২৩-এর প্রথম মাসেও যার ধারা অব্যাহত। প্রায় সকল সংস্থারই বিক্রিতে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এই প্রতিবেদনে ২০২৩-এর জানুয়ারি মাসে বিক্রির নিরিখে দেশের প্রথম পাঁচটি গাড়ি সংস্থা সম্পর্কে আলোচনা রইল।

Kia

লিস্টে পঞ্চম স্থানে উঠে এসেছে Hyundai-এর সহোদর কিয়া (Kia)-র নাম। গত মাসে সংস্থাটির ২৮,৬৩৪ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। ভারতে ব্যবসা শুরুর পর এটাই এক মাসে তাদের সর্বাধিক বিক্রির রেকর্ড। তুলনাস্বরূপ, ২০২২-এর জানুয়ারিতে বিক্রির পরিমাণ ছিল ১৯,৩১৯ ইউনিট। Seltos ও Sonet বর্তমানে কিয়ার বেস্ট সেলিং গাড়ি। Creta এবং Venue-এর মতো এই মডেল দুটিও অতি স্টাইলিশ।

Mahindra

গত মাসে টপ সেলিং কার ব্র্যান্ডের লিস্টে তালিকার চতুর্থ স্থান দখল করেছে মাহিন্দ্রা (Mahindra)। আগের মাসে এদের বিক্রি হয়েছে মোট ৩৩,০৪০টি মডেল। যেখানে ২০২২-এর জানুয়ারিতে বেচাকেনা হয়েছিল ১৯,৬৮০ ইউনিট। সংস্থাটি সদ্য তাদের প্রথম ইলেকট্রিক এসইউভি XUV400 লঞ্চ করেছে। তাদের বেস্ট সেলিং মডেল হল Bolero। তারপরেই দ্বিতীয় স্থানে আছে Scorpio।

Tata Motors

তালিকার তৃতীয় স্থানের দখলদার টাটা মোটরস (Tata Motors)। গত মাসে তাদের ৪৭,৯৯০টি গাড়ি নতুন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে। যেখানে এক বছর আগে বিক্রির সংখ্যা ছিল ৪০,৭৮০। ফলে গত মাসে গাড়ির বিক্রিতে ১৭.৭% উত্থান ঘটেছে। বর্তমানে এদের বেস্ট সেলিং মডেলটি হল Tata Nexon। এটি বর্তমানে দেশের সর্বাধিক জনপ্রিয় এসইউভি।

Hyundai

দেশের দ্বিতীয় বৃহত্তম গাড়ি সংস্থা হিসেবে জানুয়ারিতেও নিজের জায়গা পুনরুদ্ধার করেছে হুন্ডাই (Hyundai)। গেল মাসে সংস্থাটি ৫০,১০৬টি গাড়ি ডেলিভারি দিয়েছে। টাটার চাইতে ২,১১৬ ইউনিট বেশি। আগের বছর ওইসময়ে বিক্রি পরিমাণ ৪৪,০২২ ইউনিট থাকায় এবারে বেচাকেনা শতকরা ১৩.৮% বাড়তে দেখা গেছে।

Maruti Suzuki

বরাবরের মতো প্রতিপক্ষদের থেকে বিশাল ব্যবধানে এগিয়ে থেকে গত মাসেও বৃহত্তম যাত্রীবাহী গাড়ি সংস্থা হিসেবে নিজের তকমা ধরে রেখেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। আগের মাসে ইন্দো-জাপানি সংস্থাটি মোট ১,৪৭,৩৪৮ ইউনিট গাড়ি বিক্রি করেছে। ২০২২-এর জানুয়ারিতে বিক্রির পরিমাণ ১,২৮,৯২৪ থাকায় গত মাসে বেচাকেনায় ১৪.৩ শতাংশ অগ্রগতি লক্ষ্য করা গেছে।