Electric Bike: নজরকাড়া ডিজাইন নিয়ে বাজারে হাজির নতুন ইলেকট্রিক বাইক, 200 কিমি ছুটবে ফুল চার্জে

জার্মানিতে সদ্যসমাপ্ত আর্ন্তজাতিক মোটরসাইকেল, স্কুটার, ও ই-বাইক প্রদর্শনী অনুষ্ঠানে নামিদামি সংস্থার পাশাপাশি চমকদার সব মডেল নিয়ে হাজির হয়েছিল বিভিন্ন স্টার্টআপরাও‌। ইউরোপীয় ডিজাইনের নানা টু-হুইলার সেখানে সবার নজর কেড়ে নিয়েছে‌। সেগুলির মধ্যে বহু আলোচিত TINBOT-এর বৈদ্যুতিক মোটরসাইকেল TB-RS1।

TINBOT TB-RS1 নেকেড স্টাইল নিয়ে ইলেকট্রিক বাইক অবতারে উন্মোচিত হয়েছে। দেখতেও বেশ আক্রমনাত্মক। এতে ৮.৬৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, যা টাইপ-টু চার্জারের মাধ্যমে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে পুরোপুরি চার্জ করা যাবে বলে নির্মাতা প্রতিষ্ঠানটির তরফে দাবি করা হয়েছে।

TINBOT TB-RS1 এর ব্যাটারি ফুল চার্জে ইকো মোডে ২০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে বলে জানা গিয়েছে‌। তবে বাস্তবিক ক্ষেত্রে রেঞ্জ যে এর থেকে অনেকটাই কম হবে, তা বলা বাহুল্য। ই-বাইকটি ঘন্টা প্রতি ১২০ কিলোমিটার গতি তুলতে পারবে। মোটরের আউটপুট ১১.৯ হর্সপাওয়ার। ভারী ব্যাটারি থাকার কারণে মোটরসাইকেলটির ওজন একটু বেশির দিকে, যা ১৮৩ কেজি। সাসপেনশনের জন্য সামনে ইনভার্টেড ফর্ক ও পিছনে সিঙ্গেল শকার ব্যবহার করা হয়েছে।

ইলেকট্রিক বাইকটির সামনের চাকায় দুটো এবং পিছনের চাকায় একটি ডিস্ক ব্রেক বর্তমান। সাথে আছে এবিএস। দু’দিকেই ১৭ ইঞ্চি চাকা৷ ফ্রন্ট ও রিয়ারে যথাক্রমে ১২০/৭০ এবং ১৫০/৬০ সেকশন টায়ার লাগানো। TB-RS1 পাওয়া যাবে তিনটি রঙে -লাল, ধূসর, নীল। দাম রাখা হয়েছে ১০,৯৯০ ইউরো। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮.৭৭ লাখ টাকা৷ যা সত্যিই চমকানোর মতো। এই মুহূর্তে TINBOT TB-RS1 ভারতে লঞ্চ হওয়ার কোনও সম্ভাবনা নেই বললেই চলে।