Maruti Invicto: 5 জুলাই ইনোভার মতো পেল্লায় গাড়ি লঞ্চ করছে মারুতি, দুর্ঘটনা এড়াতে থাকবে ভবিষ্যতের প্রযুক্তি

মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের নতুন ফ্ল্যাগশিপ মাল্টিপারপাস ভেহিকেল বা এমপিভি (MPV) বাজারে আনার কথা নিশ্চিত করল। এর নামকরণ করা হয়েছে – Invicto। এখানে জানিয়ে রাখি, আসন্ন মডেলটি হচ্ছে Toyota Innova Hycross-এর রিব্যাজ ভার্সন। তবে এর ডিজাইনে কিছু তারতম্য নজরে পড়বে। Maruti Suzuki Invicto আগামী ৫ জুলাই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। বুকিং শুরু হবে ১৯ জুন থেকে।

Maruti Suzuki Invicto হাইব্রিড পাওয়ারট্রেনের সাথে আসবে

টয়োটার বিদাদির কারখানায় Maruti Suzuki Invicto-র উৎপাদন হবে। টয়োটা প্রতি বছর ৯,০০০ থেকে ১০,০০০ ইউনিট Innova Hycross মডেল ইন্দো-জাপানি সংস্থাটিকে সরবরাহ করবে। মারুতির প্রথম গাড়ি হিসাবে দুর্ঘটনা এড়াতে এটি অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা অ্যাডাস (ADAS) সহ হাজির হবে। আবার সংস্থার দ্বিতীয় মডেল হিসেবে স্ট্রং হাইব্রিড পাওয়ারট্রেন এবং প্যানরামিক সানরুফ দেওয়া হবে এতে।

মারুতি সুজুকি ইনভিক্টো ১৮৪ হর্সপাওয়ারের ২.০ লিটার স্ট্রং হাইব্রিড পাওয়ারট্রেন এবং ২.০ লিটার সাধারণ পেট্রোল ইঞ্জিন সহ উপলল্ধ হবে। সিভিটি অটোমেটিক গিয়ারবক্স সহ দ্বিতীয় পাওয়ারট্রেনটি ১৭২ বিএইচপি ক্ষমতা এবং ২০৫ এনএম টর্ক উৎপন্ন করবে। স্ট্রং হাইব্রিড ভার্সন এবং সাধারণ পেট্রোল মডেলের মাইলেজ হবে যথাক্রমে ১৬.৭১ কিমি/লিটার ও ২৩.২ কিমি/লিটার।

Maruti Suzuki Invicto ডিজাইন ও ফিচার্স

ডিজাইনের প্রসঙ্গে বললে নতুন মারুতি সুজুকি ইনভিক্টো-তে থাকছে ক্রোম দ্বারা আবৃত ফ্রন্ট গ্রিল, টুইক ফ্রন্ট বাম্পার, ভিন্ন ডিজাইনের অ্যালয় হুইল নতুন হেডলাইট এবং টেললাইট। গাড়িটি ইনোভা হাইক্রস-এর মতো ৭ অথবা ৮ আসন সংখ্যায় হাজির হবে। এছাড়া ৬টি এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম সহ হাজির হবে এটি।

মারুতি ইনভিক্টো-তে উল্লেখযোগ্য ফিচার হিসেবে দেওয়া হচ্ছে একটি ১০.১ ইঞ্চি ফ্লোটিং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, চালকের সিটের জন্য মেমরি ফাংশন, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, নাইন স্পিকার জেবিএল অডিও সিস্টেম, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা, প্যাডেল শিফ্টার ইত্যাদি।