Bounce E-Scooter: এ মাসেই সস্তায় ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে বাউন্স, ব্যাটারি নিতে পারবেন ভাড়ায়

অ্যাপ-ক্যাব সংস্থা থেকে সোজা বৈদ্যুতিক দু’চাকা গাড়ি প্রস্তুতকারক সংস্থা, নানা পরিসরে ওলা (Ola)-র বিস্তারের উদ্যোগ ইতিমধ্যেই সুপারহিট। এ দিকে ওলার পাশাপাশি আরেকটি সংস্থা বিদ্যুৎচালিত দু’চাকা তৈরির ব্যবসায় হাতেখড়ি করছে। স্কুটার ভাড়া দেওয়া সংস্থা বাউন্স (Bounce) চলতি মাসেই তাদের প্রথম মেড-ইন-ইন্ডিয়া ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে বলে জানিয়েছে। ২০২২-এর জানুয়ারি থেকেই ই-স্কুটারটি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা।

বাউন্সের প্রথম ব্যাটারিচালিত স্কুটারের এখনও নামকরণ হয়নি। তবে জানা গিয়েছে, এতে সোয়াপেবল (swappable) ব্যাটারি প্যাক দেওয়া হবে। বাউন্সের ই-স্কুটার ব্যাটারি সমেত অথবা ব্যাটারি ছাড়া ক্রয়ের সুবিধা থাকবে। ব্যাটারি না কিনতে চাইলে সেটি সংস্থার থেকে ভাড়ায় নেওয়া যাবে। মাসে দিতে হবে স্বল্প পরিমাণ টাকা। এতে গাড়ি কেনার খরচ অনেকটাই কমবে, কারণ একটি বৈদ্যুতিক গাড়ির মোট দামে ব্যাটারির খরচ প্রায় ৩০-৪০%।

এই ব্যবসায়িক মডেল অনুসরণ করে বাউন্স তাদের ই-স্কুটারের দাম কম রাখার বিষয়ে আশাবাদী। এছাড়াও বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থাটি ব্যাটারি সোয়াপিং স্টেশন গড়ে তোলার পরিকল্পনা করছে। সোয়াপিং পয়েন্টগুলিতে ফুরিয়ে যাওয়া ব্যাটারি সাথে পুরো চার্জ থাকা ব্যাটারি এক্সচেঞ্জ করা যাবে। প্রতি মাসে একটি নির্দিষ্ট টাকার বিনিময়ে সুবিধাটি মিলবে।

বাউন্সের ইলেকট্রিক স্কুটারগুলি রাজস্থানের ভিওয়ান্ডিতে তৈরি হবে। ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ১.৮০ লাখ ইউনিট। একইসঙ্গে দক্ষিণ ভারতে একটি ই-স্কুটার কারখানা গড়ে তুলবে বলে ঠিক করেছে তারা। তা ছাড়া বাউন্স আগামী এক বছরের মধ্যে বৈদ্যুতিন যানবাহন তৈরির ব্যবসায় বিনিয়োগের জন্য ২৫ মিলিয়ন ডলার (১৮৫ কোটির বেশি) মুল্যের একটি তহবিল তৈরি করে ফেলেছে।