Hero MotoCorp এর ই-স্কুটারের দাম রাতারাতি 25,000 টাকা কমল, এক চার্জে 165 কিমি রেঞ্জ

এই দুর্মূল্যের বাজারে কোন জিনিসের দাম কমতে শোনা গেলে আমজনতার মনে খুশির বাঁধ ভাঙাটাই স্বাভাবিক। তাও যদি হয় ইলেকট্রিক স্কুটারের মতো দামি পণ্য। এবারে তেমনটাই হল। দেশের বৃহত্তম টু-হুইলার নির্মাতা হিরো মোটোকর্প (Hero MotoCorp) তাদের ইলেকট্রিক স্কুটার – Vida V1 Pro ও V1 Plus-এর মূল্য হ্রাসের কথা ঘোষণা করল। মডেল দু’টির দাম একলাফে যথাক্রমে ১৯,০০০ টাকা ও ২৫,০০০ টাকা কমানো হয়েছে। উল্লেখ্য, গত বছর V1 Plus ও V1 Pro লঞ্চের সময় যথাক্রমে ১.৪৫ লক্ষ টাকা ও ১.৫৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) মূল্য ধার্য করা হয়েছিল।

Hero Vida V1-এর দাম কমলো

দাম কমার ফলে বর্তমানে Hero Vida V1 Plus ও V1 Pro কিনতে খরচ পড়বে যথাক্রমে ১,১৯,৯০০ টাকা ও ১,৩৯,৯০০ টাকা (এক্স-শোরুম)। স্কুটার দুটি সস্তা হওয়ার ফলে আরও বেশি সংখ্যক ক্রেতার হাতের নাগালে পৌঁছেছে বলেই মনে করছে কোম্পানি। তবে রাজ্য বিশেষে স্কুটারটিতে সরকার প্রদেয় ভর্তুকির পরিমাণের উপর নির্ভর করছে দাম। সম্প্রতি দেশের আটটি নতুন শহরে ভিডা ভি১-এর বুকিং শুরু হয়েছে। শীঘ্রই ডেলিভারিও চালু হবে।

Hero Vida V1 : স্পেসিফিকেশন

হিরো ভিডা-র লাইনআপে ভি১ প্লাস-এর উপরে স্থান পেয়েছে ভি১ প্রো। যদিও মডেল দুটি ডিজাইনের দিক থেকে অনুরূপ। ভি১ প্লাস-এ রয়েছে একটি ৩.৪৪ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি। যেখানে ভি১ প্রো-তে উপস্থিত একটি ৩.৯৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। ভি১ প্রো-এর রাইডিং রেঞ্জ ১৬৫ কিলোমিটার। এবং ভি১ প্লাস সম্পূর্ণ চার্জে ১৪৩ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম বলে দাবি হিরোর।

উভয় স্কুটারে দেওয়া হয়েছে একটি ৬ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। যা থেকে ৩.৯ কিলোওয়াট শক্তি নির্গত হবে। প্রো মডেলটি ৩.২ সেকেন্ডে ০-৪০ কিমি প্রতি ঘন্টার গতিবেগ তুলতে সক্ষম। যেখানে প্লাস-এর সময় লাগে ৩.৪ সেকেন্ড। যদিও স্কুটার দুটিরই সর্বোচ্চ গতিবেগ ৮০ কিমি/ঘন্টা।

প্রসঙ্গত, ২০১৩ শেষ হওয়ার আগেই ভারতের ১০০টি শহরে নিজের উপস্থিতি সম্প্রসারণের লক্ষ্যমাত্রা স্থির করেছে ভিডা ব্র্যান্ড। এটি দেশে হিরো মোটোকর্পের নেটওয়ার্ক ব্যবহার করে ধীরে ধীরে সমগ্র দেশে নিজেদের উপস্থিতি জানান দেবে। প্রাথমিক পর্যায়ে বেঙ্গালুরু, জয়পুর এবং দিল্লির পর সম্প্রতি পুণে, আমেদাবাদ, নাগপুর, নাসিক, হায়দ্রাবাদ, চেন্নাই, কালিকট এবং কোচিতে স্কুটারটির বুকিং গ্রহণ শুরু করা হয়েছে।