Pakistan Smashes Records Raise Petrol Prices

বাইক 1 কিলোমিটার চালাতেই খরচ 333 টাকা, এই দেশে নাভিশ্বাস উঠছে আমজনতার

প্রতিবেশী দেশ পাকিস্তানে পেট্রোল-ডিজেলের দাম সর্বকালীন উচ্চতা স্পর্শ করল। সংবাদ সংস্থা এএনআই এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, সে দেশে এক লিটার পেট্রোল বর্তমানে ৩৩৩.৩৮ পাকিস্তানি রুপিতে (পিকেআর) বিকোচ্ছে। ডিজেলের দাম পৌঁছেছে প্রতি লিটার ৩২৯.১৮ পাকিস্তানি রুপি। পাকিস্তানের সরকার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ২৬.০২ পিকেআর ও ১৭.৩৪ পিকেআর বাড়িয়েছে।

পাকিস্তানে জ্বালানির দাম আকাশ ছুঁলো

এর আগে আগস্টে সে দেশের অর্থমন্ত্রক পেট্রোল এবং হাই স্পিড ডিজেলের মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করেছিল। আগের মাসে দু’বার জ্বালানির দর বাড়িয়েছিল সরকার। গত মাসে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ৩২.৪১ পিকেআর ও ৩৮.৪৯ পিকেআর বাড়ানো হয়েছিল।

এক মাসের মধ্যে সব মিলিয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৫৮.৪৩ পিকেআর ও ৫৫.৮৩ পিকেআর। মুদ্রাস্ফীতির কারণে জ্বালানোর মূল্য ২৭.৪% বেড়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। সে দেশের সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুযযায়ী, জ্বালানির চরম মূল্যবৃদ্ধিতে পেট্রল পাম্পে গাড়ির আনাগোনা কমেছে। বিকল্প হিসাবে ই-বাইক ব্যবহারের চেষ্টা করছে সাধারণ মানুষ।

পাকিস্তানের চরম আর্থিক সংকটের মুহূর্তে জ্বালানির বারংবার মূল্যবৃদ্ধি গোদের ওপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে। এই প্রসঙ্গে দেশের অর্থমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক বাজারে ক্রুড ওয়েলের দরবৃদ্ধির ফলে পেট্রোল-ডিজেলের দামও মহার্ঘ্য হয়েছে। এদিকে দেশের পরিবহণ ব্যবস্থার সিংহভাগ দাঁড়িয়ে রয়েছে হাইস্পিড ডিজেলের উপর। ফলে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দর। দাম বৃদ্ধির ঠেলায় তাই নাজেহাল পাকিস্তানবাসী।