এক চার্জেই 120 কিমি, জিরো খরচে ডেলিভারি বয়দের ইনকাম বাড়াবে এই ইলেকট্রিক মোপেড

যতদিন যাচ্ছে ভারতে অনলাইন ডেলিভারি ক্ষেত্রে ইলেকট্রিক বাইক ও স্কুটারের বিক্রি ক্রমশই বাড়তে দেখা যাচ্ছে। পরিবেশ দূষণের হাত থেকে নিস্তার পেতেই বিভিন্ন লাস্ট-মাইল ডেলিভারি কোম্পানি…

যতদিন যাচ্ছে ভারতে অনলাইন ডেলিভারি ক্ষেত্রে ইলেকট্রিক বাইক ও স্কুটারের বিক্রি ক্রমশই বাড়তে দেখা যাচ্ছে। পরিবেশ দূষণের হাত থেকে নিস্তার পেতেই বিভিন্ন লাস্ট-মাইল ডেলিভারি কোম্পানি পরিবেশবান্ধব যানবাহন ওপর আস্থা রাখছে। তাই বাজারে চাহিদা দেখে কোয়েম্বাটুরের ইলেকট্রিক ভেহিকেল (ইভি) ব্র্যান্ড ডেলিভারি (DelEVery) তাদের নয়া বৈদ্যুতিক দু’চাকা XL 200 EV লঞ্চ করেছে। যা কমার্শিয়াল ব্যবহারের উপযুক্ত একটি ব্যাটারি দ্বারা পরিচালিত মোপেড।

DelEVery XL 200 EV : দাম ও বুকিং

DelEVery XL 200 EV-এর দাম ১,১৪,৯০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এটি কেবলমাত্র ডেলিভারি ক্ষেত্রে ব্যবহারের জন্যই বাজারে আনা হয়েছে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগ্রহী ক্রেতারা এটি বুকিং করতে পারবেন। প্রথম ১০০ জন ক্রেতা ৫,০০০ টাকার ডিসকাউন্ট সহ কিনতে পারবেন এই মোপেডটি। সেক্ষেত্রে XL 200 EV কিনতে খরচ পড়বে ১,০৯,৯০০ টাকা।

DelEVery XL 200 EV : স্পেসিফিকেশন, ফিচার্স

DelEVery XL 200 EV মোপেড ১.৯২ কিলোওয়াট আওয়ার ও ২.৭ কিলোওয়াট আওয়ার ক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক উপলব্ধ হয়েছে। সম্পূর্ণ চার্জ হতে ৩-৪ ঘন্টা সময় নেবে। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৪৫ কিলোমিটার এবং সম্পূর্ণ চার্জ থাকলে ১২০ কিলোমিটার পথ ছুটতে সক্ষম এটি।

XL 200 EV দুটি রাইডিং মোড সহ এসেছে – ইকো ও পাওয়ার। এর হুইলবেস এবং মাটি থেকে সিটের উচ্চতা যথাক্রমে ১২০ মিমি ও ৭৫০ মিমি। ইলেকট্রিক মোপেডটির ওজন বহনের সক্ষমতা ২৫০ কেজি। এতে বিশেষ ফিচার হিসাবে দেওয়া হয়েছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ইউএসবি চার্জিং, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম সহ কিলেস অপারেশন, প্রভৃতি।