চলন্ত ইলেকট্রিক স্কুটারে আগুন, ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচল ডেলিভারি বয়ের

প্রতিদিনকার মতো পিঠে ব্যাগ নিয়ে গ্রাহকদের বাড়িতে পণ্য পৌঁছে  দিতে বেরিয়েছিলেন বিগ বাস্কেট (Big  Basket) সংস্থার এক ডেলিভারি বয়‌। কিন্তু মাঝরাস্তায় হঠাৎ বিপত্তি। চলন্ত ইলেকট্রিক…

প্রতিদিনকার মতো পিঠে ব্যাগ নিয়ে গ্রাহকদের বাড়িতে পণ্য পৌঁছে  দিতে বেরিয়েছিলেন বিগ বাস্কেট (Big  Basket) সংস্থার এক ডেলিভারি বয়‌। কিন্তু মাঝরাস্তায় হঠাৎ বিপত্তি। চলন্ত ইলেকট্রিক স্কুটারে ধরে গেল আগুন‌। সেই অবস্থাতেই লাফ দিয়ে নেমে পড়লেন তিনি। আগুনে না ঝলসে গেলেও রাস্তার উপর সজোরে পড়ে যাওয়ার ফলে গুরুতর আঘাত পেয়েছেন ওই ডেলিভারি বয়।

ঘটনাটি ঘটেছে বুধবার নয়ডার সেক্টর ৭৮-এর কাছে সিভিটেক স্টেডিয়ামের সামনে। স্থানীয় এক ব্যক্তির স্মার্টফোনে তোলা ভিডিয়োতে দেখা যাচ্ছে, বৈদ্যুতিক স্কুটারটি রাস্তার উপর জ্বলছে এবং দূরত্ব বজায় রেখে পাশ দিয়ে চলে যাচ্ছে একের পর এক গাড়ি‌। দমকল তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছলেও, ততক্ষণে ই-স্কুটারের আর কিছু অবশিষ্ট নেই।

https://twitter.com/apnnewsindia/status/1585222931248222210?t=nSHCuugbmmGwU4yIc0jTiA&s=08

উল্লেখ্য, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যাটারি চালিত স্কুটারটি কোন সংস্থার তৈরি বা কোন মডেলের, তা প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। কেন এমন ঘটল, তার সঠিক কারণ খুঁজে পাওয়ার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে  ভারত সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। তবে এরকম ঘটনা যে গ্রাহকদের মনে নেতিবাচক প্রভাব ফেলবে, তা বলা বাহুল্য।

প্রসঙ্গত, চলতি মাসেই মহারাষ্ট্রের পালঘরে ই-স্কুটারের ব্যাটারি ফেটে মৃত্যু হয় সাত বছরের এক বালকের। ঘটনাটির সময় মায়ের সাথে ঘুমোচ্ছিল সে৷ রাতে স্কুটারটি চার্জে বসানো ছিল। আর সবচেয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল গত মাসে‌। একটি বহুতলের নীচের শোরুম থেকে আগুন উপরে একটি হোটেলে ছড়িয়ে পড়ে। শ্বাসরোধ হয়ে মোট সতেরো জনের মর্মান্তিক মৃত্যু হয়‌।