Ducati Streetfighter: ভারতে ধাসু বাইক লঞ্চ করছে ডুকাটি, গাড়ির থেকেও শক্তিশালী ইঞ্জিন

প্রিমিয়াম মোটরসাইকেলের প্রতি নিবিড় ভালবাসা রয়েছে, এমন ক্রেতাদের জন্য সুখবর শোনাল ডুকাটি ইন্ডিয়া (Ducati India)। তারা জানিয়েছে, বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ১২ মার্চ…

প্রিমিয়াম মোটরসাইকেলের প্রতি নিবিড় ভালবাসা রয়েছে, এমন ক্রেতাদের জন্য সুখবর শোনাল ডুকাটি ইন্ডিয়া (Ducati India)। তারা জানিয়েছে, বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ১২ মার্চ ভারতের বাজারে লঞ্চ হচ্ছে নতুন Ducati Streetfighter V4 S। এদেশে সংস্থার পোর্টফোলিওতে স্ট্যান্ডার্ড Streetfighter V4 এবং Streetfighter V4 SP2-এর মাঝামাঝিতে স্থান পেতে চলেছে এটি। হাই-পারফরম্যান্স এবং স্লিক ডিজাইনের জন্য এটি ক্রেতামহলে সাড়া জাগাবে বলেই মনে করছে সংস্থা।

Streetfighter V4 S লঞ্চ করতে চলেছে Ducati

উৎসাহী ক্রেতারা Ducati Streetfighter V4 S দুটি কালার অপশনে বেছে নিতে পারবেন – গ্রে নেরো ও আইকনিক ডুকাটি রেড। মডেল দুটির দাম রাখা হতে পারে যথাক্রমে ২৮ লাখ ও ২৭.৮০ লাখ টাকা (এক্স-শোরুম)। সংস্থা জানিয়েছে, শক্তি, স্টাইল এবং বিশ্বমানের প্রযুক্তির সংমিশ্রণ রয়েছে এই উচ্চমূল্যের বাইকে।

Streetfighter V4 S-এ এগিয়ে চলার শক্তি প্রদান করতে থাকছে একটি Desmosedici Stradale 90-ডিগ্রী V4 লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ১৩,০০০ আরপিএম গতিতে ২০৫ বিএইচপি শক্তি এবং ৯,৫০০ আরপিএম গতিতে ১২৩ এনএম টর্ক উৎপন্ন হবে। উচ্চ ক্ষমতার এই মোটরকে যোগ্য সঙ্গত দিতে থাকছে ৬-গতির গিয়ারবক্স। আবার মাখনের মতো গিয়ার পরিবর্তনের জন্য Ducati Quick Shift প্রযুক্তি বর্তমান এতে।

এই বাইকে ২৪ মাসের জন্য আনলিমিটেড মাইলেজ ওয়ারেন্টি অফার করছে ডুকাটি। প্রতি ১২,০০০ কিলোমিটার চলার পর সার্ভিসিং করার পরামর্শ দিচ্ছে সংস্থা। উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে এতে দেওয়া হয়েছে ডুকাটি পাওয়ার লঞ্চ, ডিআরএল সহ ফুল এলইডি লাইটিং, ডুকাটি ইলেকট্রনিক সাসপেনশন এবং অটো-কাট টার্ন ইন্ডিকেটর। আবার যারা অ্যাডভান্স ফাংশনালিটি পছন্দ করেন তাদের জন্য Streetfighter V4 S-এ রয়েছে অ্যানালাইজার+, জিপিএস মডিউল, ডুকাটি মাল্টিমিডিয়া সিস্টেম, অ্যান্টি থেফ্ট সিস্টেম এবং হিটেড গ্রিপ ইত্যাদি।