Categories: Automobile

eBikeGo Transil e1: কিমি পিছু খরচ মাত্র 5 পয়সা, চমৎকার ইলেকট্রিক বাই-সাইকেল আনল ভারতীয় সংস্থা

ব্যাটারি চালিত গাড়ি কিংবা টু-হুইলারের পাশাপাশি বাইসাইকেলেরও চাহিদা বেড়েছে সাম্প্রতিককালে যথেষ্ট। প্রতিদিন অল্প দূরত্বের যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ইলেকট্রিক সাইকেল। ইতিমধ্যেই বাজারে ভিড় জমিয়েছে এমন বিভিন্ন ই-সাইকেল নির্মাণকারী সংস্থা। সম্প্রতি এই সেগমেন্টে নিজেদের হাতেখড়ি করেছে eBikeGo। দেশীয় বাজারের জন্য তারা হাজির করেছে Transil e1 নামের একটি ইলেকট্রিক সাইকেল।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে তাদের লক্ষ্যই হল পরিবেশবান্ধব, আধুনিক এবং যথোপযুক্ত কনজিউমার প্রোডাক্ট তৈরি করা। নতুন বৈদ্যুতিক বাইসাইকেলটি সেই লক্ষ্য পূরণেই লঞ্চ করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই Transil e1 এর প্রি-বুকিং শুরু করা হবে। এর দাম নির্ধারিত হয়েছে ৪৪,৯৯৯ টাকা। তিনটি আলাদা রঙে বাজারে পাওয়া যাবে।

eBikeGo বলেছে, Transil-কে সঙ্গে নিয়ে মবিলিটির ক্ষেত্রে পরিবেশবান্ধব ব্যবস্থাপনা তৈরি করতে চলেছে তাররা। নতুন ই-বাইসাইকেলটি প্রধানত স্বল্প দূরত্ব অতিক্রম করার জন্য উত্তম। ইউনিসেক্স স্টিল ফ্রেমের উপর তৈরি মডেলটিতে রয়েছে সিঙ্গেল স্পিড ট্রান্সমিশন এবং ভাল পারফরম্যান্সের জন্য ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম সহ লিথিয়াম আয়ন ব্যাটারি।

ইবাইকগো দাবি করেছে যে সাইকেলটির রক্ষণাবেক্ষণ খরচ নিতান্তই কম এবং যে সকল ব্যক্তির প্রতিদিন ৪০ কিমির কম দূরত্ব যাতায়াত করার প্রয়োজন হয় তাদের জন্য এটি উপযুক্ত। এর চলাচলের খরচ কিলোমিটার প্রতি মাত্র ৫ পয়সার থেকেও কম। এমনকি স্পিড লিমিটেশন ফাংশন সহ এতে ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচার দেওয়া হয়েছে।

Transil e1 ই-সাইকেলটিতে ২৫০ ওয়াটের বিএলডিসি মোটর এবং ৩৬ ভোল্ট, ৫.২ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাক যুক্ত রয়েছে। এছাড়াও টেম্পারেচার মনিটরিং ও কন্ট্রোল, ওভার কারেন্ট প্রটেকশন, চার্জ কন্ট্রোল সহ সাইন ওয়েভ মোটর কন্ট্রোলার সংযুক্ত করা হয়েছে ইলেকট্রিক সাইকেলটিতে।

এটিকে চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত চার্জারে অটো কাট-অফ ফাংশন দেওয়া হয়েছে। এছাড়াও অন বোর্ড চার্জিং ও পোর্টেবল ব্যাটারি ডেস্ক চার্জিং দুই ধরনের ব্যবস্থায় উপলব্ধ রয়েছে এতে। রাইডারের সুবিধার্থে একটি এলইডি স্মার্ট ডিসপ্লে লাগানো রয়েছে এই ই-সাইকেলে। ব্যাটারির দৌলতে ফুল চার্জে প্রায় ২০-৪০ কিমি পর্যন্ত ছুটতে সক্ষম বলে নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছে।

eBikeGo-র এই ব্যাটারি চালিত সাইকেলটি মাত্র দুই থেকে আড়াই ঘণ্টায় পুরোপুরি ভাবে চার্জ করা সম্ভব। এর ফলে মাত্র ০.১৮ ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হয়। এতে পাওয়ার মোডের সঙ্গে প্যাডেল অ্যাসিস্ট যুক্ত রয়েছে এবং অপশনাল হিসেবে ক্রুজ কন্ট্রোল মোড সহ ওয়াক মোড এবং থ্রোটেল মোড (অপশনাল) দেওয়া হয়েছে। সামনে ও পিছনে উভয়দিকেই ২৭.৫ ইঞ্চির চাকা লাগানো রয়েছে। তাছাড়াও উভয় চাকাতেই ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

25 mins ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

1 hour ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

1 hour ago

কেমন হবে iPhone 16 সিরিজের ক্যামেরা? সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস সব ডিটেলস

Apple iPhone 16 সিরিজটি আগামী মাসেই বাজারে পা রাখতে চলেছে। তবে গত কয়েক মাস ধরেই…

1 hour ago

কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে শরীরে ঢুকছে ভাইরাস, ভাইরাল WhatsApp মেসেজের বিষয়ে সতর্ক করল ভারত সরকার

হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ আসা নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই ভুয়ো মেসেজে WhatsApp ব্যবহারকারীদের…

1 hour ago

Shikhar Dhawan: ভারতের অন্যতম সেরা ওপেনারদের তালিকায় নাম লেখা হবে ধাওয়ানের, দেখে নিন‌ তার ক্যারিয়ারের ৫টি সেরা ইনিংস

ভারতীয় সাদা বলের ক্রিকেটে শিখর ধাওয়ান দীর্ঘদিন ধারবাহিকতা বজায় রেখে জাতীয় দলকে সমৃদ্ধ করেছেন।আজ তিনি…

1 hour ago