নীল রঙে কেনা যাবে Realme N1 Sonic ইলেকট্রিক টুথব্রাশ, দাম ৭৯৯ টাকা

গত অক্টোবর Leap To Next Gen ইভেন্টে Realme ভারতে স্মার্টফোন, ইয়ারবাড, AIoT ডিভাইস লঞ্চ করেছিল। এর মধ্যে ছিল Realme N1 Sonic নামের ইলেকট্রিক টুথব্রাশ। এটিকে ব্লু ও হোয়াইট কালারের সাথে লঞ্চ করা হয়েছিল। যদিও এতদিন ব্লু কালার বিক্রির জন্য উপলব্ধ ছিল না। কিন্তু এবার থেকে এই কালার ভ্যারিয়েন্টটি ভারতে পাওয়া যাবে।

Realme Link থেকে একটি টুইট করে জানানো হয়েছে, এবার থেকে Realme N1 Sonic ইলেকট্রিক টুথব্রাশের ব্লু কালার ভ্যারিয়েন্ট কেনা যাবে। এটির দাম ৭৯৯ টাকা। আপনি Flipkart ও Realme.com থেকে সেলের জন্য উপলব্ধ। জানিয়ে রাখি এর হোয়াইট কালার ভ্যারিয়েন্টেরও দাম ৭৯৯ টাকা।

Realme N1 Sonic Electric Toothbrush এর স্পেসিফিকেশন 

এই ইলেকট্রিক টুথব্রাশে তিনটি ক্লিনিং মোড আছে – সেন্সিটিভ দাঁতের জন্য সফ্ট মোড, প্রতিদিন ব্যবহারের জন্য ক্লিন মোড এবং উজ্জ্বল দাঁতের জন্য সাইনিং মোড। এতে একটি মেমরি ফাংশন আছে, যেটি আপনাকে জানাবে আপনি আগে কোন মোড ব্যবহার করেছিলেন। আবার আছে ৩০ সেকেন্ডের ইন্টারভাল রিমাইন্ডার, যা আপনাকে আলাদা আলাদা জায়গায় সুইচ হতে বলবে। রিয়েলমির এই নতুন ইলেকট্রিক টুথব্রাশটিতে রয়েছে হাই ফ্রিকোয়েন্সিযুক্ত সোনিক মোটর, যা প্রতি মিনিটে ২০,০০০ রেজুলেশন সাপোর্ট করে। এতে রয়েছে ডুপয়েন্ট (DuPoint) ৯৯.৯৯% অ্যান্টি-ব্যাকটেরিয়াল ব্রিজলস এবং ব্লু ব্রিজলস, যেটা আপনাকে এর কালার ফেড হয়ে গেলে পরিবর্তন করতে বলবে।

অন করার ২ মিনিট পর এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং এটি ৫৫ ডেসিবেলের বেশি শব্দ করেনা। Realme N1 Sonic ইলেকট্রিক টুথব্রাশটির ব্যাটারি ক্যাপাসিটি ৮০০ এমএএইচ। সংস্থার দাবি, এটি ফুল চার্জে ১৩০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ সরবরাহ করতে পারে এবং ৫ মিনিটের চার্জে ৯ দিনের ব্যাটারি লাইফ দেয়। চার্জিংয়ের জন্য এতে রয়েছে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট।