পুজোর মরসুমে লক্ষ্মীলাভ, বিপুল ইলেকট্রিক স্কুটার বিক্রি করে খবরের শিরোনামে Ampere

সদ্য শেষ হওয়া উৎসবের মরসুম ভারতের গ্রীভস ইলেকট্রিক (Greaves Electric) অধীনস্থ ব্র্যান্ড অ্যাম্পিয়ার ইলেকট্রিক (Ampere Electric)-এর মুখে চওড়া হাসি ফুটিয়েছে। সেপ্টেম্বর-অক্টোবরের বিক্রি সংস্থাটির বিগত সকল বেচাকেনার রেকর্ড ভেঙে দিয়েছে। এই দু’মাসে তাদের ১৬,৫০০টি বৈদ্যুতিক স্কুটার বিক্রি হয়েছে বলে ঘোষণা করল অ্যাম্পিয়ার‌। এই তথ্য ভারত সরকারের বাহন পোর্টাল থেকেও পাওয়া গিয়েছে।

দেশের মেট্রো শহরগুলি ছাড়াও  ছত্তিশগড়, বিহার, গুজরাত, রাজস্থান, ওড়িশা, পাঞ্জাব এবং চন্ডীগড়ে অ্যাম্পিয়ার এর পরিবেশবান্ধব ও সাশ্রয়ী মূল্যের ই-স্কুটারের প্রচন্ড চাহিদা। বিক্রিতে এই উত্থান দেখে এটি স্পষ্ট যে এদেশে ক্রমাগত ব্যাটারি চালিত যানবাহনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অ্যাম্পিয়ারের ধারণা এদেশে তাদের সম্প্রতি সমাপ্ত হওয়া ‘গো ইলেক্ট্রিক’ ফেস্টের কারণে বিক্রিতে জোয়ার এসেছে।

উক্ত অফার স্কিমে পাঞ্জাব, রাজস্থান, তেলেঙ্গানা এবং ওড়িশার ভাগ্যবান বিজেতারা জিতে নিয়েছেন একটি নতুন Ampere Magnus EX ইলেকট্রিক স্কুটার। তাছাড়া ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart)-এ তাদের স্কুটার লঞ্চ হওয়ার কারণেও বিক্রিবাটার অঙ্ক বেড়েছে। উল্লেখ্য, গত মাসে ৯,১৭৩ ইউনিট বেচে বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম ই-স্কুটার সংস্থা অ্যাম্পিয়ার।

এই প্রসঙ্গে গ্রীভস ইলেকট্রিক মোবিলিটির সিইও এবং কার্যনির্বাহী আধিকারিক সঞ্জয় বেহল বলেন, “ইলেকট্রিক ভেহিকেলের জগতে পদার্পণকারী প্রথম সারির সংস্থা হিসেবে গ্রীভস বরাবর লাস্ট মাইল মোবিলিটিকে সহজতর করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শহরগুলিতে বিক্রির এই অগ্রগতির মুহূর্ত অতি গুরুত্বপূর্ণ।”