২ নভেম্বর লঞ্চ হবে OnePlus 8T Cyberpunk 2077 edition

ভারত সহ বিভিন্ন দেশে সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus 8T। এবার এই ফোনের নতুন এডিশন আনার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। চীনা কোম্পানিটি নিশ্চিত করেছে, তারা OnePlus 8T Cyberpunk 2077 edition লঞ্চ করবে। কোম্পানির প্রোডাক্ট পেজ অনুযায়ী, আগামী ২ নভেম্বর চীনে ওয়ানপ্লাস ৮টি সাইবারপঙ্ক ২০৭৭ এডিশন লঞ্চ হবে। এর একদিন পরেই অর্থাৎ ৪ নভেম্বর থেকে ফোনটি প্রিঅর্ডার করা যাবে। এমনকি ওয়ানপ্লাস এর সিইও Pete Lauও এই এডিশনের টিজার পোস্ট করেছেন।

Pete Lau চীনের মাইক্রোব্লগিং সাইট Weibo তে OnePlus 8T Cyberpunk 2077 edition এর টিজার পোস্ট করেছেন। এই ফোনের সামনের দিকে ইয়েলো কালার থাকবে। আবার ক্যামেরা মডিউল হবে ব্ল্যাক। এরউপর সাইবারপঙ্ক ২০৭৭ এর ব্র্যান্ডিং আছে। আবার ফোনের পিছনে থাকতে পারে গ্রে টেক্সচার ফিনিশ। এছাড়াও আপাতত এই ফোন সম্পর্কে টিজার থেকে কিছু জানা যায়নি।

এর আগে একজন টিপ্সটার জানিয়েছিল, এই নতুন এডিশন সীমিত সংখ্যায় পাওয়া যাবে। সেহেতু হয়তো এই এডিশন ভারতে আসবে না। Cyberpunk 2077 edition চীনে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সাথে লঞ্চ হবে বলে মনে হচ্ছে। এর দাম রাখা হতে পারে ৩,৯৯৯ ইউয়ান, যা প্রায় ৪৩,০০০ টাকার কাছাকাছি।

আপাতত OnePlus 8T Cyberpunk 2077 edition এর স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে মনে হচ্ছে ফোনটি ওয়ানপ্লাস ৮টি এর মত স্পেসিফিকেশন সহ আসবে।  OnePlus 8T এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে পাবেন স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর, ৬৫ ওয়াট র‌্যাপ চার্জ, পাঞ্চ হোল ডিসপ্লে, ১২ জিবি পর্যন্ত র‌্যাম।