iPhone 13 ও iPhone 12-এর মধ্যে কোনো ফারাক নেই! কতটা সত্যি অ্যাপলের সহ প্রতিষ্ঠাতার অভিযোগ?

গত সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে Apple-এর ব্র্যান্ড নিউ iPhone 13 সিরিজ। এই লেটেস্ট সিরিজের অধীনে চারটি মডেল মার্কেটে এসেছে – iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই এই সিরিজের ফোনগুলির বিক্রি শুরু হয়ে গিয়েছে এবং উচ্ছ্বসিত ক্রেতাদের মধ্যে মডেলগুলি কেনার ব্যাপক চাহিদাও পরিলক্ষিত হচ্ছে। তবে পৃথিবীর কোনো জিনিসই সকলের ভালো লাগে না, iPhone 13 সিরিজও তার ব্যতিক্রম নয়। যদিও বেশিরভাগ Apple ভক্তরা নতুন iPhone-এর প্রশংসা করেছেন, কিন্তু অনেকে মনে করেন এটি ততটা চিত্তাকর্ষক নয়, এবং তাদের মধ্যে একজন হলেন Apple-এর সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক (Steve Wozniak)। তাঁর মতে, iPhone 13 এবং গত বছরের iPhone 12-এর মধ্যে কোনো পার্থক্য নেই। কেবল ডিজাইনে কিছু অদল বদল করা হয়েছে! কিন্তু তার এই দাবি কী সত্যি? আসুন জেনে নেওয়া যাক।

এই বছর সেপ্টেম্বরে লঞ্চ হওয়া নতুন আইফোন ১৩-এর প্রো মডেলগুলিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে এবং নতুন চারটি মডেলের ব্যাটারি ক্যাপাসিটিও পূর্বের তুলনায় অনেক বেশি। ক্যামেরাগুলি Cinematic মোড এবং ProRes মোডের মতো ফিচারের সাহায্যে আরও উন্নত হয়ে উঠেছে, এবং ফোনগুলি আগের তুলনায় আরও অনেক ভালো পারফরম্যান্স অফার করার দাবি জানায়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, আইফোন ১৩-এ অ্যাপলের এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রসেসর দেওয়া হয়েছে। দ্রুততম A15 Bionic প্রসেসর নতুন আইফোন ব্যবহারকারীদের ভারী কাজ অত্যন্ত সহজে করতে সাহায্য করে।

আবার, iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max-এ নতুন প্রোমোশন ডিসপ্লেগুলি ইউজারদের অ্যাপ ব্যবহার এবং গেমিংয়ের ক্ষেত্রে সেরা এক্সপেরিয়েন্স অর্জনে সহায়তা করবে। ক্যামেরা সহ প্রতিটি ফিচারের দিক থেকেই গত বছরের iPhone 12 Pro এবং iPhone 12 Pro Max-এর তুলনায় নতুন iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max বহুগুণে উন্নত। তাই নতুন লঞ্চ হওয়া চারটি মডেলের সঙ্গে গত বছরের মডেলগুলির তুল্যমূল্য বিচার করলে এ বছরের মডেলগুলি কিন্তু সবদিক থেকেই বেশ অনেকটা এগিয়ে থাকে। তাই স্টিভ ওজনিয়াকের সাম্প্রতিক বিবৃতিকে অনেকেই ভুল বলে ধরে নিচ্ছেন।

উল্লেখ্য যে, শুধু iPhone 13-এর ক্ষেত্রেই নয়, এর আগে ওজনিয়াকের Apple Watch Series 7-ও ঠিক মনঃপূত হয়নি। তিনি বলেছিলেন যে, এর সাথে Apple Watch Series 6-এর কোনো ফারাক নেই। এছাড়া, iPhone X লঞ্চের সময়ও তিনি বলেন যে তিনি কোনোমতেই প্রথম দিনে ফোনটি কিনবেন না।

আপনাদেরকে জানিয়ে রাখি যে, ওজনিয়াক ১৯৭৬ সালে স্টিভ জোবসের সাথে যৌথভাবে Apple কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন, এবং তারপরে ১৯৮৫ সালে স্থায়ীভাবে Apple ছেড়ে চলে যান। তিনি নিজে এখনও iPhone 8 ব্যবহার করেন। কারণ তাঁর মতে, তিনি iPhone 8 ব্যবহার করেই খুশি, যা iPhone 6 বা iPhone 7-এর সমতুল্য। তিনি এখনও তাঁর মনোমতো iPhone মডেলটির রিলিজের জন্য অপেক্ষা করে যেতে চান। তবে তিনি যে শুধু Apple প্রোডাক্টের সমালোচনাই করেন তা নয়, বরং কিছু ক্ষেত্রে সেগুলির ভূয়সী প্রশংসাও করেছেন। যেমন তাঁর মতে, Apple Watch টেকনোলজির এক যুগান্তকারী আবিষ্কার এবং তাঁর অত্যন্ত পছন্দের একটি প্রোডাক্ট। এবার তিনি সত্যিসত্যিই Apple কোম্পানির প্রোডাক্টগুলির পক্ষে না বিপক্ষে, সেই বিচারটা না হয় আপনারাই করুন!