7000 টাকা কম দামে OnePlus 10R 5G, সনি ক্যামেরা সেন্সর সহ রয়েছে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট

ওয়ানপ্লাস ১০আর ৫জি এর বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ৮ জিবি র ্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ভারতে ৩৮,৯৯৯ টাকা হলেও, অ্যামাজন ১০ শতাংশ ছাড়ের পর ফোনটিকে ৩৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করেছে

ওয়ানপ্লাসের দুর্দান্ত ক্যামেরা স্মার্টফোন OnePlus 10R 5G কিনতে চাইলে সুখবর। এই মুহূর্তে ডিভাইসটি ফ্লাট ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফারে পাওয়া যাচ্ছে। আর এই অফার দিচ্ছে শপিং প্লাটফর্ম অ্যামাজন। তবে শুধু ফ্লাট ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ অফার নয়, OnePlus 10R 5G কেনার সময় নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্টে মিলবে অতিরিক্ত ছাড়।

এভাবে সস্তায় কিনুন OnePlus 10R 5G

ওয়ানপ্লাস ১০আর ৫জি এর বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ৮ জিবি র ্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ভারতে ৩৮,৯৯৯ টাকা হলেও, অ্যামাজন ১০ শতাংশ ছাড়ের পর ফোনটিকে ৩৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করেছে। আবার আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট কার্ড বা ইয়েস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ৩,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। সাথে রয়েছে নো-কস্ট ইএমআই অফার।

এছাড়া যারা পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করবেন তারা ২৫ হাজার টাকা পর্যন্ত ভ্যালু পাবেন। তবে মনে রাখবেন, এই এক্সচেঞ্জ ডিসকাউন্টের মূল্য নির্ভর করে পুরনো ফোনের মডেল ও কন্ডিশনের ওপর। ফোনটি ফরেস্ট গ্রিন, সিয়েরা ব্ল্যাক এবং প্রাইম ব্লু কালার অপশনে কেনা যাবে। 

OnePlus 10R 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

OnePlus 10R 5G ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড আইআরআইএস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এই ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস কাস্টম স্কিনে চলবে। 

ডিভাইসটির রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপে উপস্থিত। এই ক্যামেরাগুলি হল ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

OnePlus 10R 5G-তে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন বড় ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার মতে, এই ফোনটি মাত্র ৩২ মিনিটে শূন্য থেকে ১০০% পর্যন্ত চার্জ হয়ে যায়।