1 লক্ষ মেড-ইন-ইন্ডিয়া ইলেকট্রিক স্কুটার তৈরি করে নজির গড়ল Ather Energy

ভারতের প্রথম সারির অন্যতম ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা হিসেবে পরিচিত এথার এনার্জি (Ather Energy) নতুন নজির গড়ার কথা ঘোষণা করল। সংস্থাটি ভারতে ১,০০,০০০ ই-স্কুটার তৈরির কথা জানিয়েছে। তামিলনাড়ুর হোসুরের কারখানা থেকে সেই ১ লক্ষতম ব্যাটারি চালিত স্কুটার বেরিয়ে এসেছে। ৫৫ মাস অর্থাৎ চার বছরের কিছু বেশি সময়ের মধ্যে উৎপাদনের ক্ষেত্রে তারা এই মাইলফলক স্পর্শ করেছে। এথারের ফ্ল্যাগশিপ মডেলটি হল 450X Gen 3।

উল্লেখ্য, ২০১৮ সালে বেঙ্গালুরুর স্টার্টআপটি তাদের প্রথম ই-স্কুটার Ather 450-এর হাত ধরে এদেশে পথ চলা শুরু করেছিল। গত বছর তারা এই স্কুটারটির তৃতীয় প্রজন্মের মডেল ‘এথার ৪৫০এক্স জেন৩’ লঞ্চ করেছিল। হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর সাহায্যপ্রাপ্ত সংস্থাটি ২০২০-তে ৪৫০এক্স দেশের বাজারে প্রথম হাজির করেছিল। সে সময় এর দাম রাখা হয়েছিল ১.৩৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

পরবর্তীতে এথার আরও একটি ই-স্কুটার লঞ্চ করেছিল। যার নাম – Ather 450 Plus Gen 3। এর বর্তমান মূল্য ১.১৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। স্কুটারগুলির দাম সরকারের ভর্তুকি ধরে। সংস্থার তামিলনাড়ুর হোসুরের কারখানার বার্ষিক স্কুটার উৎপাদনের ক্ষমতা এক লক্ষের বেশি।

হিরো মোটোকর্পের মতো বড় সংস্থার বিনিয়োগের পাশাপাশি তামিলনাড়ুর সরকারের বৈদ্যুতিক নীতির বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকে এথার এনার্জি। ‘এথার গ্রিড’ নামে সমগ্র দেশে হাই স্পিড ইভি চার্জিং ফেসিলিটি রয়েছে তাদের। মহারাষ্ট্রে ৬০-র বেশি ইভি চার্জিং গ্রিড ইনস্টল করেছে এথার। বর্তমানে ৩৮টি শহরে সাড়ে ৩০০-র বেশি চার্জিং স্টেশন রয়েছে এবং পরবর্তী তিন বছরের মধ্যে পাঁচ হাজার ফাস্ট চার্জার বসানোর পরিকল্পনা করছে তারা।