Mini Cooper SE Electric: দেখতে খুব কিউট, এই ছোট বৈদ্যুতিক গাড়ি ভারতে লঞ্চ হল, এক চার্জে 270 কিমি চলবে

ভারতের বাজারে MINI Cooper SE ইলেকট্রিক হ্যাচব্যাক লঞ্চ করল BMW। এদেশে এটি BMW-র দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ির হলেও তাদের অধীনস্থ ব্র্যান্ড MINI-র প্রথম বিদ্যুৎচালিত মডেল। মজার বিষয় হল, এটি ভারতের সবচেয়ে কমদামি ‘লাক্সারি’ ইলেকট্রিক গাড়ি। তাই এদেশে গাড়িটির প্রতিদ্বন্দ্বী হিসেবে তেমনভাবে কোনো নাম নেওয়া যায় না। অন্যদিকে আমাদের অনুমান মতোই এটির বাজার মূল্য রাখা হয়েছে ৫০ লক্ষ টাকার কাছাকাছি। উল্লেখ্য, গত বছর ২৯ অক্টোবর এর বুকিং নেওয়া শুরু হয়েছিল। কিন্তু বুকিং শুরুর দু’ঘন্টার মধ্যেই Mini Cooper SE-এর ৩০ টি মডেলই বিক্রি হয়ে যায়। আগামী মাসে বুকিং উইন্ডো ফের চালু হবে বলে জানা গেছে। আসুন গাড়িটির ফিচার্স, মোটর ও দাম জেনে নেওয়া যাক।

মিনি কুপার এসই ডিজাইন ও ফিচার্স (MINI Cooper SE Features)

ডিজাইনের প্রসঙ্গে বলতে গেলে মিনি কুপার এসই হ্যাচব্যাক গাড়িটির ফ্রন্ট গ্রিলটি তুলনামূলক আকারে ছোট। একাধিক ই-ব্যাজ সহ উপস্থিত হয়েছে এটি, যা গাড়িটিকে এর আইসিই ভ্যারিয়েন্ট থেকে পৃথক করেছে। আবার এর বাইরে এবং ভেতরের একাধিক জায়গায় রয়েছে নিয়ন ইয়েলো রঙের কারুকার্য। এয়ারো-অপটিমাইজড হুইলের সাথে উপস্থিত হয়েছে গাড়িটি।

কুপার এসই-র ফিচারের তালিকায় আছে সেন্ট্রালি-মাউন্টেড টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, হার্মান কার্ডন অডিও ইউনিট, একটি হেড-আপ-ডিসপ্লে, মাল্টি ফাংশানাল স্টিয়ারিং হুইল, ওয়ারলেস স্মার্টফোনে চার্জিং সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।

মিনি কুপার এসই : মোটর ও স্পেসিফিকেশন (MINI Cooper SE : Motor & Specification)

৩২.৬ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক সহ মিনি কুপার এসই এর মোটর থেকে ১৮৪ বিএইচপি শক্তি এবং ২৭০ এনএম টর্ক পাওয়া যাবে। সম্পূর্ণ চার্জে এর রেঞ্জ ২৭০ কিমি। ১৫০ কিমি/ঘন্টার সর্বোচ্চ গতিবেগের গাড়িটির ০-১০০ কিমি/ঘন্টার স্পিড তুলতে সময় লাগবে ৭.৩ সেকেন্ড। ১১ কিলোওয়াট এসি চার্জার দিয়ে ২.৫ ঘন্টায় ব্যাটারিটির ৮০ শতাংশ চার্জ করা যাবে। ১০০% চার্জ করতে সময় লাগবে ৩.৫ ঘন্টা। তবে ৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার দ্বারা ৮০ শতাংশ চার্জ মাত্র ৩৬ মিনিটেই করা যাবে। গাড়িটির সাথে একটি ১১ কিলোওয়াটের এসি ওয়ালবক্স চার্জার দেওয়া হবে।

মিনি কুপার এসই : দাম (MINI Cooper SE : Price)

মিনি কুপার এসই এর দাম রাখা হয়েছে ৪৭.২০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যা এর ICE ভ্যারিয়েন্টটির তুলনায় ৮.২ লক্ষ টাকা বেশি। ২২ মার্চ থেকে গাড়িগুলি ডেলিভারি দিতে শুরু করবে Mini।