প্রসেসিং ফি ছাড়াই মাত্র 45 মিনিটে ই-স্কুটারের ঋণ, IDFC ব্যাঙ্কের সঙ্গে জোট Ather Energy-র

ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন সময়ে নানান অর্থিক সংস্থার সাথে গাঁটছড়া বাঁধতে দেখা যায় গাড়ি কোম্পানিগুলিকে। গ্রাহকদের ক্ষমতা ও সুবিধা মতো সহজ লোনের কিস্তিতে ইলেকট্রিক স্কুটার হাতে তুলে দিতে এবার সেই পথেই হাঁটলো দেশের অন্যতম প্রথম সারির ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা এথার এনার্জি (Ather Energy)। এবারে তারা আইডিএফসি ব্যাঙ্কে (IDFC Bank)-এর সাথে হাত মেলালো। এর ফলে গ্রাহকরা তৎক্ষণাৎ লোনের মাধ্যমে একটি পেট্রোল চালিত স্কুটারের মাসিক তেল খরচের সমান ব্যয়ে কিস্তির টাটা দিয়ে বৈদ্যুতিক স্কুটার ব্যবহার করতে পারবেন।

এই ফাইন্যান্স স্কিমের আওতায় Ather 450X ও 450 Plus স্কুটার দুটি অন-রোড দামের ৫ শতাংশ অর্থ ডাউন পেমেন্ট করে বাড়ি আনার সুযোগ পাওয়া যাবে। আইডিএফসি সর্বোচ্চ ৪৮ মাসের লোন পরিশোধের সময়সীমা অফার করছে। এই সুবিধা দেশের ই-স্কুটারের দুনিয়ায় এই প্রথম। আবার মাত্র ৪৫ মিনিটের ভেতর লোনের দেওয়ার পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর জন্য কোনো প্রসেসিং ফি লাগবে না।

এই লোনের আওতায় ক্রেতারা আবার পুরনো স্কুটার বা মোটরসাইকেল বদলে শূন্য ডাউন পেমেন্টে নয়া টু-হুইলারের মালিকানা গ্রহনের সুযোগ পাবেন। এই প্রসঙ্গে এথার এনার্জির ব্যবসায়িক প্রধান রভনীত ফোকেলা বলেন, “আমরা বিশ্বাস করি আকর্ষণীয় ফাইন্যান্সিং প্লেন এবং মডেল মাধ্যমে গাড়ি ব্যবসার উন্নতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

প্রসঙ্গত, এ বছর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত স্কুটারের বিক্রিতে ২০২% বৃদ্ধি দেখেছে এথার এনার্জি। গত মাসে ৮,২১৩ ইউনিট ইলেকট্রিক স্কুটার ডেলিভারি করে এক মাসের সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে সংস্থা। এধারের আশা ভবিষ্যতেও তারা নিজেদের এই ক্রমোন্নতির ধারা বজায় রাখতে সক্ষম হবে।

উল্লেখ্য, বেঙ্গালুরুর সংস্থা এথারের বর্তমানে বাজারে দুটি ইলেকট্রিক স্কুটারের মডেল রয়েছে – Ather 450X ও Ather 450 Plus। কেন্দ্রের ফেম-টু ভর্তুকি সহ ই-স্কুটার মডেল দুটির দাম যথাক্রমে ১.১৯ লক্ষ টাকা এবং ১.৩৮ লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। ৫৫টির বেশি শহরে তারা ৬০০-র অধিক ইভিাফাস্ট চার্জিং স্টেশন নির্মাণ করেছে। চলতি অর্থবর্ষের মধ্যে তারা এর সংখ্যা ১,৪০০-তে বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। আবার ২০২৩-এর মার্চের মধ্যে ১০০টির বেশি শহরে ১৫০টি আউটলেট খোলার চিন্তাভাবনা করছে এথার।