Noise ColorFit Icon Buzz স্মার্টওয়াচ আগামী সপ্তাহে ভারতে আসছে, লঞ্চের দিন কিনলে পাবেন ২ হাজার টাকা ছাড়

লঞ্চের কয়েকদিন আগে অ্যামাজনের সাইটে দেখা গেল দেশীয় অডিও ডিভাইস প্রস্তুতকারী সংস্থা, Noise-এর ColorFit Icon Buzz স্মার্টওয়াচ। ই-কমার্স সাইটটি এই আসন্ন আধুনিক ঘড়ির জন্য একটি মাইক্রো সাইট লাইভ করেছে। সেখান থেকে জানা গেছে, আগামী সপ্তাহে ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে Noise ColorFit Icon Buzz। শুধু তাই নয়, এর মাধ্যমে আপকামিং স্মার্টওয়াচের কিছু স্পেসিফিকেশন এবং দাম টিজ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নয়েজ কালার ফিট আইকন বাজ ব্লুটুথ কলিং এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাথে আসছে। এতে দেওয়া হয়েছে ১.৬৯ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। এমনকি ঘড়িটিতে গেম খেলার সুযোগও পাওয়া যাবে। পাশাপাশি ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখতে এতে থাকবে একাধিক হেলথ ফিচার। চলুন Noise ColorFit Icon Buzz স্মার্টওয়াচের দাম, ফিচার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Noise ColorFit Icon Buzz স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

অ্যামাজনের মাইক্রো সাইট অনুযায়ী, ভারতে নয়া কালার ফিট আইকন বাজ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৪,৯৯৯ টাকা। তবে এটি প্রারম্ভিক অফারে ২,৯৯৯ টাকায় পাওয়া যাবে। যদিও মাইক্রো সাইটে এর লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়নি। কিন্তু সেখানে ‘কামিং সুন’ বলে একটি বাটন রয়েছে। সেটিকে প্রেস করে রেজিস্টার করলেই ইচ্ছুক ক্রেতারা ওয়্যারেবলটির লঞ্চের দিন জানতে পারবেন। এই প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে অ্যামাজনের মাইক্রো সাইট থেকে জানা গেছে, নয়া স্মার্টওয়াচটিকে আগামী ২ ফেব্রুয়ারি ভারতীয় সময় বেলা দুটো থেকে কেনা যাবে। জেট ব্ল্যাক, মিডনাইট গোল্ড, অলিভ গ্রীন এবং সিলভার গ্রে এই চারটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন স্মার্টওয়াচটি।

Noise ColorFit Icon Buzz স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

নয়েজ কালার ফিট আইকন বাজ স্মার্টওয়াচটি ব্লুটুথ কলিং ফিচারের সাথে আসছে। এতে থাকবে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। ঘড়িটির ডিজাইন প্রসঙ্গে বলতে গেলে এটি ১.৬৯ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে আসছে, যার চারপাশে থাকছে থিক বেজেল ও থিকার চিন। ব্যবহারকারী এর ১০০টি ওয়াচফেসের মধ্যে থেকে তাদের পছন্দমতো ওয়াচফেস বেছে নিতে পারবেন। উপরন্তু এতে দু ধরনের গেমও খেলা যাবে।

অন্যদিকে, ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হেলথ ফিচার হিসেবে এতে থাকছে স্লিপ মনিটর, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মনিটর ও হার্ট রেট মনিটর। সাথে পাওয়া যাবে নটি স্পোর্টস মোড, যেগুলি হল রানিং, ওয়াকিং, সাইক্লিং, যোগা ইত্যাদি।

অ্যান্ড্রয়েড ৪ অথবা আইওএস ৮ ভার্সনের স্মার্টফোনের সাথে দ্রুত কানেক্ট করার জন্য এতে রয়েছে ব্লুটুথ ভি ৫.১। সর্বোপরি, স্মার্টওয়াচটি আইপি৬৭ রেটিংপ্রাপ্ত, ফলে জল এবং ধুলো থেকে সুরক্ষা দেবে। সাত দিন পর্যন্ত একটানা ব্যবহার করার জন্য এতে দেওয়া হয়েছে ২৩০ এমএইচ ব্যাটারি, যা দু ঘন্টায় পুরোপুরি চার্জ হয়ে যায়। পরিশেষে জানিয়ে রাখি, এর পরিমাপ ৪৪.৫ x ৩৬.৫x ১১এমএম এবং ওজন ৫০ গ্রাম।