BLive নতুন শোরুম উদ্বোধন করল, এক দোকানেই এবার নানা ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার-বাইক

মাল্টি ব্র্যান্ড ইভি প্ল্যাটফর্ম BLive এবার ওড়িশার ধেঙ্কানালে তাদের দ্বিতীয় স্টোরটি চালু করল। এই সংস্থাটি মূলত বিভিন্ন ব্র্যান্ডের তৈরি ব্যাটারি চালিত দু’চাকা গাড়ির বিক্রি ও সার্ভিস প্রদান করে থাকে। এছাড়াও নানারকম আকর্ষণীয় অফার এবং সহজে ফিন্যান্সের সুবিধা মিলবে এই শোরুমগুলি থেকে। ইলেকট্রিক স্কুটার, সাইকেল, মোটরসাইকেল কিংবা ডেলিভারির কাজে ব্যবহৃত বৈদ্যুতিক গাড়িগুলি কেনার জন্য ন্যূনতম ২০০০ টাকা মাসিক কিস্তির সুবিধা পাবেন এখানে।

BLive এর দাবি তাদের স্টোরে ২০টির বেশি ব্র্যান্ডের বৈদ্যুতিক যানবাহন কিনতে পাওয়া যায়। সংস্থার স্টোরে উপলব্ধ নামকরা ব্র্যান্ডগুলি হল- Bounce Infinity, Gemopai, Batt:RE, Kinetic Green, Amo, Detel, Hero Lectro, EMotorad, Omega Seiki, Mayuri Electric ইত্যাদি।

গত মাসে ঘোষিত ওড়িশা সরকারের ইভি পলিসি অনুযায়ী ইলেকট্রিক ভেহিকেল এর ক্ষেত্রে ১৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি মিলবে সরকারের তরফে। এর মধ্যে দুই চাকার মডেলের উপর আর্থিক সাহায্যের পরিমাণ মোট দামের ১৫ শতাংশ, যা সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত যাবে। একই ভাবে তিন চাকা ও চার চাকার গাড়িগুলির উপর সর্বাধিক ১০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা সাবসিডি দেবে রাজ্য সরকার। এই স্কিম আগামী ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।

উপরন্তু সাবসিডির উপরেও সমস্ত ধরনের বৈদ্যুতিক যানবাহনের জন্য রেজিস্ট্রেশন খরচ এবং মোটর ভেহিকেল ট্যাক্স মুকুব করবে পট্টনায়ক সরকার। BLive এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং সহকারী প্রতিষ্ঠাতা সামর্থ খোলকার বলেন,” ওড়িশার জনগণ আমাদের দুহাত খুলে স্বাগত জানিয়েছে।

তিনি যোগ করেন, অতীতে রৌরকেল্লায় থাকা শোরুমটি থেকে গ্রাহকদের অপরিসীম উৎসাহ পেয়ে আমরা ওড়িশার ধেঙ্কেনাল শহরে দ্বিতীয় শোরুম খোলার সাহস পেয়েছি। এই স্টোরগুলির মাধ্যমে আমরা গ্রাহকদের নতুন ইলেকট্রিক ভেহিকেল কেনার পূর্বে তা পরখ করার সুবিধা অর্পণ করেছি।”