Realme GT 2 Pro ফোনে থাকবে আন্ডার ডিসপ্লে ক্যামেরা? জল্পনা বাড়াল লাইভ ইমেজ

বর্তমানে টেকমহলে সবথেকে বেশি চর্চিত ফোনগুলির মধ্যে অন্যতম হল Realme GT 2 Pro। রিয়েলমির প্রথম আল্ট্রা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন হিসেবে আগামী বছরের শুরুতেই আত্মপ্রকাশ করতে পারে এই ফোন। ইতিমধ্যেই সংস্থার পক্ষ থেকে Realme GT 2 Pro ফোনের একটি টিজার সামনে আনা হয়েছে, সেই টিজারে ফোনটির রিয়ার প্যানেলের ডিজাইন প্রকাশ্যে এসেছে। এছাড়াও, কোম্পানির তরফে জানানো হয়েছে ৯ ডিসেম্বর অর্থাৎ আজ এই ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করা হবে। তবে তার আগে প্রকাশ্যে এল Realme GT 2 Pro- এর লাইভ ইমেজ। এই ছবিটির মাধ্যমে প্রথমবার ফোনটির সমানের দিকের ডিজাইনটি প্রকাশ্যে এল। লাইভ ইমেজে অনুযায়ী, Realme GT 2 Pro ফোনে থাকতে পারে আন্ডার ডিসপ্লে ক্যামেরা।

সামনে এল Realme GT 2 Pro -এর লাইভ ইমেজ

এর আগে রিয়েলমি জিটি ২ প্রো ফোনের অফিশিয়াল রেন্ডারে নজর কেড়েছিল এর রিয়ার ক্যামেরা ইউনিটটি। স্যামসাং গ্যালাক্সি এস১০ সিরিজের স্মার্টফোনগুলির ক্যামেরা ইউনিটের সাথে বেশ কিছুটা ও পিক্সেল ৬ -এর ক্যামেরা ইউনিটের সাথে প্রায় অনেকটাই সাদৃশ্য রয়েছে রিয়েলমির এই ট্রু ফ্লাগশিপ ফোনের ক্যামেরা ইউনিটের। তবে অফিশিয়াল রেন্ডারে ধরা পড়েনি রিয়েলমি জিটি ২ প্রো ফোনের ফ্রন্ট ডিজাইনটি। সেটিই প্রকাশ্যে এল এই লাইভ ইমেজে।

realme-gt-2-pro-live-image
Photo Credit: Gizmochina

জানা গেছে, এই ফোনের ওপরের দিকে ও দুই ধারে অত্যন্ত সরু বেজেল দেখতে পাওয়া যাবে। ছবিটিতে ফোনের নিম্নাংশটি দেখা যাচ্ছে না, তবে নীচের দিকের বেজেলটিরও একইরকম সরু হওয়ারই সম্ভাবনা রয়েছে।

যদিও Realme GT 2 Pro ফোনের বেজেল এর প্রধান আকর্ষণের বিষয় নয়। আকর্ষণের স্থানটি দখল করেছে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা। কারণ লাইভ ইমেজটিতে ফোনের সামনে কোনও ক্যামেরাই দেখা যাচ্ছে না। ফলে স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছে রিয়েলমির এই ফোনে আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকতে পারে। উল্লেখ্য, Realme GT 2 Pro দুটি ভ্যারিয়েন্টে আসতে পারে এবং তার মধ্যে একটিতে আন্ডার ডিসপ্লে ক্যামেরা দেওয়া হতে পারে। এই তথ্য সঠিক হলে প্রথমবার রিয়েলমির কোনও ফোনে নজরে আসবে আন্ডার ডিসপ্লে ক্যামেরা। লাইভ ইমেজটি দেখে মনে করা হচ্ছে, এই আন্ডার ডিসপ্লে ক্যামেরাটির ক্ষেত্রে যথেষ্ট উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। ছবিতে তাই কোনোভাবেই চোখে পড়ছে না এটি।

এছাড়া, Realme GT 2 Pro ফোনে থাকতে পারে ২কে ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ছবিতে ডিসপ্লে ও এর ব্রাইটনেস সেটিংস সেকশন দেখে মনে করা হচ্ছে, এই ডিসপ্লে এইচডিআর সাপোর্ট করবে। এছাড়াও দেওয়া হতে পারে ‘ভিডিও মোশন এনহ্যান্সমেন্ট’ বা এমএমসি সাপোর্ট, যা ফোন ব্যবহারকারীদের চূড়ান্ত বিঞ্জ-ওয়াচিংয়ের অভিজ্ঞতা প্রদান করে থাকে। উল্লেখ্য, Realme GT 2 Pro ফোনের টেস্ট ভার্সনটি বর্তমানে রান করছে রিয়েলমি ইউআই (realme UI) কাস্টম স্কিনে। তবে চূড়ান্ত ভার্সনটিতে অন্য অপারেটিং সিস্টেমও দেখা যেতে পারে।

প্রসঙ্গত, আগে জানা গিয়েছিল, Realme GT 2 Pro স্মার্টফোনে থাকতে পারে ৬.৫১ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের মধ্যেই ফিঙ্গার প্রিন্ট সেন্সরটি এম্বেড করা হতে পারে। এই ফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ফোনটি আসতে পারে ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ।

Realme GT 2 Pro ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ এবং পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হতে পারে ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।