BMW CE04: বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রিক স্কুটার ভারতে আসছে, রইল লঞ্চের তারিখ সহ খুঁটিনাটি

বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad) ভারতের বাজারের জন্য তাদের আসন্ন ইলেকট্রিক স্কুটার CE04-এর টিজার ভিডিয়ো প্রকাশ করল। আমেরিকা সহ বিশ্বের নানা দেশে স্কুটারটি বিক্রি হচ্ছে। যার মূল্য ১১,৭৯৫ ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯.৭১ লক্ষ টাকা। ২০২০-তে BMW CE04-এর নমুনা মডেলটি প্রথমবার প্রদর্শিত হয়েছিল। এরপর ২০২১-এ এর প্রোডাকশন ভার্সনের ঝলক দেখানো হয়। তবে কনসেপ্ট মডেলের সাথে চূড়ান্ত মডেলটির বেশকিছু মিল রয়েছে। ডিজাইনের দিক এতে ফিচারিস্টিক ধাঁচ দৃশ্যমান। প্রযুক্তির নিরিখে এটি বর্তমানে বিশ্বের অন্যতষ সেরা বৈদ্যুতিক স্কুটার। ১১-১২ ডিসেম্বরের মধ্যে ভারতে এটি লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে।

CE04-এর পাওয়ারট্রেনের প্রসঙ্গে বললে, এর ব্যাটারি এবং পেছনের চাকার মাঝামাঝিতে একটি পার্মানেন্ট ম্যাগনেট মোটর প্রতিস্থাপিত রয়েছে। যা থেকে সর্বোচ্চ ৪২ বিএইচপি শক্তি এবং ৬২ এনএম টর্ক উৎপন্ন হয়। ১২০ কিমি/ঘন্টার সর্বাধিক গতিবেগ যুক্ত এই প্রিমিয়াম স্কুটারটি ২.৬ সেকেন্ড ০-৫০ কিমি/ঘন্টার গতি তুলতে সক্ষম। এর ফ্লোরবোর্ডের নিচে অবস্থিত একটি ৮.৯ কিলোওয়াট আওয়ার লিথিয়াম ব্যাটারি। ২.৩ কিলোওয়াট চার্জার দ্বারা এটি সম্পূর্ণ চার্জ হতে ৪.২০ ঘন্টা এবং ৬.৯ কিলোওয়াট চার্জারে ৪০ মিনিট সময় নেয়। সংস্থার দাবি সিই০৪-এর সর্বোচ্চ রেঞ্জ ১৩০ কিমি।

BMW CE04-এ উপস্থিত ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এবং তিনটি রাইডিং মোড – ইকো, রোড এবং রেইন। তবে ডায়নামিক ট্রাকশন কন্ট্রোল এবং ডায়নামিক রাইড মোড বিকল্প অফার হিসাবে বেছে নেওয়া যায়। ই-স্কুটারটিতে আছে একটি বৃহৎ ১০.২৫ ইঞ্চি এইচডি টিএফটি ডিসপ্লে। যা স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে। এতে নেভিগেশন এবং রাইডিং ফাংশন – দুটি ভিন্নভাবে ফুটে উঠবে।

বিএমডব্লিউ-র বৈদ্যুতিক স্কুটারটি দু’চাকায় ১৫ ইঞ্চি হইলে ১২০ সেকশন টায়ার এবং সামনে ১৬০ সেকশন টায়ারে ছুটবে। এতে রয়েছে ৩৫ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং একটি প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক রিয়ার সাসপেনশন। সামনে দেওয়া হয়েছে ২৬৫ মিমি এবং পেছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক। স্ট্যান্ডার্ড হিসেবে এবিএস বেছে নেওয়া গেলেও, এবিএস প্রো বিকল্পের তালিকায় থাকছে।