মাত্র 36,000 টাকায় দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার, নতুন শোরুম খুলল Bounce Infinity

বেঙ্গালুরু কেন্দ্রিক ইলেকট্রিক স্কুটার নির্মাতা বাউন্স ইনফিনিটি (Bounce Infinity) ইতিমধ্যেই সমগ্র দেশে মোট ৩৭টি শোরুম খুলেছে। এতদিন সেই তালিকায় বাদ ছিল দিল্লির নাম। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে এবার রাজধানী শহরে তাদের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার খুলল চালু করল বাউন্স ইনফিনিটি। উত্তর দিল্লির পিতামপুরা অঞ্চলে ৩,০০০ বর্গফুট জায়গা জুড়ে তৈরি হয়েছে নতুন আউটলেটটি। এভাবেই চলতি বছর শেষ হওয়ার আঘে ধাপে ধাপে বিভিন্ন শহরে আরও নতুন ৭৫টি স্টোর চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কেরল, ওড়িশা ও পশ্চিমবঙ্গে বাউন্সের রয়েছে এক্সপেরিয়েন্স সেন্টার রয়েছে। সংস্থার দাবি, সেখানে আসা গ্রাহকরা ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কে বিশদে তথ্য আহরণের পাশাপাশি এক অভিনব অভিজ্ঞতার সম্মুখীন হবেন। আগ্রহীরা বাউন্স ইনফিনিটির অনলাইন ওয়েবসাইট কিংবা নিকটবর্তী আউটলেটে এসে টেস্ট রাইডের জন্য নাম-নথিভুক্ত করতে পারেন।

সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও সহকারি প্রতিষ্ঠাতা বিবেকানন্দ হাল্লাকেরে তাদের এই নতুন শোরুম উদ্বোধনের প্রসঙ্গে বলেন, “দিল্লি ও তার আশেপাশের অঞ্চলে থাকা মানুষজনের মধ্যে বৈদ্যুতিক যানবাহনের ব্যাপারে চাহিদা বৃদ্ধি পাওয়া নিয়ে আমরা যথেষ্ট উচ্ছ্বসিত। নতুন এই স্টোরটির মাধ্যমে এই শহরগুলিতে আমাদের উপস্থিতি আরোও দৃঢ় হবে। এছাড়াও সমগ্র দেশজুড়ে গ্রীন মোবিলিটির ব্যাপারে যে লক্ষ স্থাপন করা হয়েছে তা অর্জন করতেও সাহায্য করবে এই নতুন এক্সপেরিয়েন্স সেন্টারগুলি”।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে এই সংস্থার হাত ধরে লঞ্চ হয় Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটার। দিল্লিতে ই-স্কুটারটির এক্স শোরুম মূল্য ছিল ৬৮,৯৯৯ টাকা। তবে গুজরাতে ভর্তুকি ধরে ব্যাটারি ও চার্জার ছাড়া ৩৬,০৯৯ টাকায় উপলব্ধ এটি। Bounce Infinity E1 এর ডেলিভারি দেওয়ার কাজ শুরু হয়েছে গত এপ্রিল মাস থেকে। ৬০ হাজারের অধিক বুকিং জমা পড়েছে বলে দাবি করা হয়েছে সংস্থার তরফে।