BYD ভারতে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ির 450 ইউনিট ডেলিভারি দিল

বিক্রির নিরিখে বিশ্ব মানচিত্রে বৃহত্তম ইলেকট্রিক গাড়ি নির্মাতার তকমা টেসলা (Tesla) থেকে ছিনিয়ে নেওয়া চীনা সংস্থা বিল্ড ইউর ড্রিমস (BYD) এবার ভারতের মাটিতে শক্ত ঘাঁটি তৈরি করতে উঠে পড়ে লেগেছে। একের পর এক শোরুম খোলা এবং নতুন ইলেকট্রিক এসইউভি লঞ্চ করার বার্তা সে দিকেই ইঙ্গিত করছে। আবার এখন নভেম্বর থেকে এখনও পর্যন্ত e6 মডেলের ৪৫০টি প্রিমিয়াম বৈদ্যুতিক এমপিভি (মাল্টিপারপাস ভেইকেল) ডেলিভারি দেওয়ার কথা জানাল তারা।

এ দেশে সংস্থাটির প্রথম ইলেকট্রিক গাড়ি e6 প্রথমে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ, চেন্নাই, হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া ও কোচিতে লঞ্চ হয়েছিল। পরবর্তীতে গুরগাঁও, চন্ডিগড়, ইন্দোর, জয়পুর, পুনে ও কলকাতাতে ডিলার পার্টনার নিযুক্ত করে।  সম্প্রতি বিওয়াইডি ভারতবর্ষের পাঁচটি শহরে তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে। সেগুলি দিল্লি, মুম্বাই, কোচি, বিজয়ওয়াড়া ও হায়দ্রাবাদে অবস্থিত।

উল্লেখ্য, BYD e6 ভারতের প্রথম একমাত্র ব্লেড ব্যাটারি প্রযুক্তি সমৃদ্ধ ইলেকট্রিক গাড়ি। বুট স্পেস সবচেয়ে বড়, ৫৮০ লিটার। গাড়িটির শক্তি ভান্ডার হিসাবে রয়েছে ৭১.৭ কিলোওয়াট ব্যাটারি। যার সিটি রেঞ্জ ৫২০ কিমি। আর হাইওয়ের সঙ্গে কম্বাইন্ড করলে রেঞ্জ ৪১৫ কিমি বলে দাবি করা হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা, প্রথমে ফ্লিট অপারেটরদের জন্য লঞ্চ হলেও ক’দিন আগে ব্যক্তিগত ব্যবহারের জন্য BYD e6 লঞ্চ হয়েছে।

BYD e6 মডেলে ৩ বছর/১,২৫,০০০ কিমি ওয়ারেন্টি অফার করা হচ্ছে। এছাড়াও, ব্যাটারি সেলে ৮ বছর/৫,০০,০০০ কিমি ও ট্রাকশন মোটরের উপর ৮ বছর/১,৫০,০০০ কিমি ওয়ারেন্টি উপলব্ধ। সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  সঞ্জয় গোপালকৃষ্ণান এই প্রসঙ্গে বলেন, “আমাদের নতুন e6 গাড়িটি সমগ্র ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে থাকা গ্রাহকদের যথেষ্ট পছন্দ হয়েছে। আমাদের ব্যবসায় বৃদ্ধি আদতে পরিবেশের প্রতি আমাদের ভালোবাসা ও কার্বন নিঃসরণ কমিয়ে “জিরো-এমিশন” ইকো সিস্টেম গড়ে তোলার জন্য আমাদের দায়বদ্ধতা প্রমাণ করে।”

এদিকে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ১১ অক্টোবর ভারতে বিওয়াইডির প্রথম ইলেকট্রিক এসইউভি গাড়ি Atto 3 লঞ্চ হবে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, জাপান ও সিঙ্গাপুরসহ একাধিক দেশে লঞ্চ হয়েছে এটি। গাড়িটির মোটর ২০৪ পিএস ও ৩১০ এনএম টর্ক উৎপন্ন করে। বাজেট অনুযায়ী ৬০.৪৮ কিলোওয়াট আওয়ার ও ৪৯.৯২ কিলোওয়াট আওয়ার ক্ষমতা সম্পন্ন দুই ধরনের ব্যাটারি প্যাক উপলব্ধ এতে।