5G Availability: 5জি এলাকায় থেকেও কেন পরিষেবা পাচ্ছেন না, আপনার এলাকায় কবে 5জি পরিষেবা মিলবে?

গত অক্টোবরে ভারতে 5G পরিষেবা চালু করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই অনেক শহরেই Jio ও Airtel তাদের 5G পরিষেবা লঞ্চ করেছে। আবার স্মার্টফোন কোম্পানিগুলিও তাদের ফোনে প্রয়োজনীয় আপডেট নিয়ে হাজির হচ্ছে। তবে অনেকেই অভিযোগ করছেন যে, তাদের অঞ্চলে 5G পরিষেবা উপলব্ধ বলে জানানো হলেও, কোনো পরিষেবা পাওয়া যাচ্ছে না। আবার অনেকে তাদের শহরে কবে পরিষেবা মিলবে সেই নিয়েও জানতে চাইছেন। আমাদের আজকের এই প্রতিবেদনে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।

এসব শহরে পাওয়া যাচ্ছে 5G ইন্টারনেট

যে শহরগুলি আপাতত ৫জি পরিষেবা চালু হয়েছে সেগুলো হল, রাজধানী দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পানিপথ, গুরুগ্রাম, শিলিগুড়ি, নাগপুর, বারাণসী, গুজরাত, এবং গুয়াহাটি। আপনি যদি এই শহরগুলিতে বাস করেন তবে আপনি এয়ারটেল পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।

এই কোম্পানিগুলো দিচ্ছে 5G সুবিধা

5G পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দেশে মূলত দুটি সংস্থা এগিয়ে রয়েছে। Vodafone Idea গ্রাহকরা এই মুহূর্তে 5G সুবিধা পাবে না। তবে Airtel, 5G Plus নন-স্ট্যান্ডঅ্যালোন সার্ভিস (এনএসএ) নিয়ে হাজির হয়েছে। যেখানে Jio, True 5G নেটওয়ার্ক স্ট্যান্ডঅ্যালোন (এসএ) নেটওয়ার্কে 5G পরিষেবা দিচ্ছে।

অন্য শহরগুলোতে কবে পাওয়া যাবে 5G পরিষেবা

Jio ও Airtel উভয়ই জোরকদমে 5G পরিষেবা কে সারা দেশে ছড়িয়ে দেওয়ার কাজ করছে। আশা করা হচ্ছে ২০২২ সালের শেষের দিকে সমস্ত মেট্রো শহরগুলিতে নয়া নেটওয়ার্কের স্বাদ পাবে গ্রাহকরা। তবে গ্রাম অঞ্চলে 5G পরিষেবা পৌঁছতে ২০২৩ সাল পর্যন্ত লাগবে।

5G পরিষেবা কেন ফোনে পাওয়া যাচ্ছে না

আপনার এলাকায় 5G পরিষেবা উপলব্ধ থাকলেও যদি ফোনে তা সাপোর্ট না করে তবে দেখে নিন আপনার ফোনে 5G কানেক্টিভিটি রয়েছে কিনা। 5G নেটওয়ার্ক ব্যবহার করতে হলে 5G ফোন থাকা বাধ্যতামূলক, পাশাপাশি ফোনে উপযুক্ত ব্যান্ড সাপোর্ট করাও বাধ্যতামূলক। এছাড়া নয়া কোনো আপডেট এলে তা ডাউনলোড এবং ইন্সটল করে নিন।

সর্বোপরি মনে রাখবেন, Jio ও Airtel আপাতত তাদের 5G নেটওয়ার্ক পরীক্ষা করছে। তাই সবাই এই মুহূর্তে পরিষেবা পাবে না। তাই আপনি এই পরিষেবা কখন পাবেন বা আপনার এলাকায় 5G পরিষেবা কবে থেকে পাওয়া যাবে তা জানতে কাস্টমার কেয়ার থেকে শুনে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *