গ্রহাণু ধাক্কা মারলে কী হবে পৃথিবীর? উত্তর দিল নাসা

এই বিশ্ব প্রকৃতি যতই আমাদের চেনা হোক না কেন, এর গুঢ় রহস্যগুলি এখনও মানব জাতির কাছে সম্পূর্ণ উন্মোচিত হয়নি। এর মধ্যে মহাজাগতিক বিষয়গুলি সবসময়ই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে থাকে। সেক্ষেত্রে সম্প্রতি একটি আশ্চর্যজনক উল্কাপাতের ঘটনায় নড়েচড়ে বসেছে সংবাদমাধ্যম তথা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। আসলে হালফিলে কানাডায় একজন মহিলা একটি মারাত্মক ঘটনার সাক্ষী হয়েছেন, যেখানে রাতে ঘুমানো অবস্থায় একটি ছোট উল্কা তাঁর ছাদ ভেদ করে বিছানার বালিশে পতিত হয়েছিল বলে জানা গিয়েছে। যদিও স্বস্তির বিষয় এটাই, ঘটনাটিতে মহিলার মাথায় এই উল্কাপাত হয়নি এবং তিনি অল্পের জন্য শারীরিক ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচেছেন। কিন্তু এরপরেই চারদিকে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, যদি সামান্য উল্কাপিন্ড এভাবে ছাদে গর্ত করে দুর্ঘটনা ঘটাতে পারে তাহলে বড় আকারের গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আঘাত করলে কী হবে? এমনকি এই কৌতূহল পৌঁছেছে NASA (নাসা)-র কাছেও, যার ফলে প্রখ্যাত মহাকাশ গবেষণা কেন্দ্রের সাথে জড়িত এক ব্যক্তিত্ব এই প্রশ্নের যথাসাধ্য উত্তর দিয়েছেন।

অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আঘাত করলে কী হবে জানাল NASA?

নাসা অর্থাৎ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের বিশেষজ্ঞ ডঃ কেলি ফাস্ট বলেছেন যে, গ্রহাণুগুলিকে খুঁজে বের করা এমনিতে অবশ্যই গুরুত্বপূর্ণ তবে এই মুহূর্তে পৃথিবীতে এই ধরণের কোনো আশঙ্কা নেই। এদিকে ফাস্টের প্রতিক্রিয়া শেয়ার করে, নাসা, একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেছে যে তাদের প্ল্যানেটারি ডিফেন্স কোঅর্ডিনেশন অফিস আকাশের দিকে সবসময় নজর রাখে।

আবার প্ল্যানেটারি ডিফেন্স এক্সপার্ট ফাস্ট অভিমত যে গ্রহাণুর প্রভাবই একমাত্র প্রাকৃতিক দুর্যোগ যা প্রতিরোধ করা যায়। আর নাসার প্ল্যানেটারি ডিফেন্স কোঅর্ডিনেশন অফিস সর্বদা গ্রহাণু আবিষ্কার এবং তাদের ভবিষ্যত কক্ষপথ গণনার চেষ্টা করে। সেক্ষেত্রে কোনো গ্রহাণুর সম্ভাব্য ধাক্কার বিষয়টি সময়ের আগে আবিষ্কার হলে সেটির প্রতিরোধের মিশনে কিছুটা বিচ্যুতি আসতে পারে।

এই প্রসঙ্গে বলে রাখি, উল্কাপাত কোনো অস্বাভাবিক ঘটনা নয়। কারণ উল্কাগুলি সবসময় পৃথিবীর দিকে ঝুঁকে থাকে। এর মধ্যে অপেক্ষাকৃত বড় উল্কাগুলি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ভ্রমণ করে বেঁচে থাকে এবং ছোট উল্কাগুলি ভূপৃষ্ঠে অবতরণ করে। কখনও কখনও, সেইসব ভূপতিত উল্কা সংগ্রহ করে সংরক্ষণ করে রাখা হয়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন