দেশীয় প্রযুক্তিতে তৈরি উন্নত বৈদ্যুতিক স্কুটার নিয়ে ভারতে এন্ট্রি নিচ্ছে Stella Moto, দাম হবে সস্তা

জাইদকা গোষ্ঠী (Jaidka Group)-এর অধীনস্থ সংস্থা স্টিলা মোটো (Stella Moto) দেশীয় প্রযুক্তিতে নির্মিত ইলেকট্রিক টু-হুইলার নিয়ে ভারতের বাজারে প্রবেশের পরিকল্পনা করছে। আগামী মাসেই সংস্থাটি এদেশে বাজ (Buzz) নামে একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। যা তাদের প্রথম ব্যাটারি চালিত দু’চাকা। বিবৃতি প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে তাদের লক্ষ্য সম্পূর্ণ দেশীয়, সাশ্রয়ী এবং উন্নত প্রযুক্তির ইলেকট্রিক ভেহিকেল তৈরি করা।

ভারতের বৈদ্যুতিক যানবাহনের বাজার ক্রমশই জনপ্রিয় হচ্ছে। পরিসংখ্যান বলছে ২০৩০ এর মধ্যে ১.৭০ কোটি ব্যাটারিচালিত যানবাহন এদেশের রাস্তায় চলাচল করবে। যা দেখে একাধিক সংস্থা ভারতের বাজারকে লক্ষ্য করে এগিয়ে আসছে। এই প্রসঙ্গে জাইদকা গোষ্ঠীর ডিরেক্টর গোপাল জাইদকা জানান, কোম্পানি বিগত কয়েক বছর গবেষণা ও উন্নয়নের এবং বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিগত পরিকাঠামোর উন্নয়নে সময় ব্যয় করেছে।

গোপাল জাইদকা বলেন, “আমরা সেরা রেঞ্জ সহ আরও অন্যান্য চমৎকার ফিচারের যানবাহন আত্মপ্রকাশ করতে প্রস্তুত। আমরা লক্ষ্য করেছি বিগত কয়েক বছরে ইলেকট্রিক গাড়ির বাজার বিবর্তিত হয়েছে। আমরা নতুন প্রোডাক্ট দিয়ে সেই চাহিদা পূরণ করতে পারব বলে আশা করছি।”

এদিকে স্টিলা উচ্চগতির কয়েকটি ইলেকট্রিক স্কুটার এবং বাইক বাজারে নিয়ে আসার পরিকল্পনা করছে। ২০২৪ এর মধ্যে সংস্থাটি পুরোদস্তুর দেশীয় প্রযুক্তিতে এগুলি তৈরি করবে বলে জানানো হয়েছে। এছাড়াও বর্তমানে ৫৫টি স্বীকৃত ডিলারশিপ ছাড়াও গুরুত্বপূর্ণ শহরগুলিতে আরও বেশকিছু নতুন শোরুম উদ্বোধনের চিন্তাভাবনা করছে স্টিলা। আগামী কয়েক বছরের মধ্যে ২০০টি নতুন ডিলারশিপ খোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

চলতি আর্থিকবর্ষের মধ্যে ১০,০০০-এর বেশি ইলেকট্রিক ভেহিকেল বিক্রির লক্ষ্যে এগোচ্ছে স্টিলা। বর্তমানে তামিলনাড়ুর হোসুর এবং পশ্চিমবঙ্গের হাওড়াতে দুটি নির্মাণ কেন্দ্র রয়েছে এদের। প্যাসেঞ্জার এবং কার্গো ইলেকট্রিক থ্রি-হুইলারের সেই ম্যানুফ্যাকচারিং ফেসিলিটির বার্ষিক উৎপাদন সক্ষমতা ২০,০০০ থেকে ১ লক্ষে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি।