জুনের মধ্যে Honda-র প্রতিটি স্কুটারে H-Smart ফিচার, আপনি কী কী সুবিধা পাবেন দেখুন

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) গত মাসে ভারতের বাজারে নতুন ভার্সনের Activa 6G স্কুটার লঞ্চ করেছে। নতুন H-Smart ফিচার্স এবং OBD2 সহ এসেছে এটি। এর অর্থ স্কুটারটি বিএস৬-এর দ্বিতীয় পর্যায়ের নির্গমন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ। হোন্ডা বলেছে এইচ-স্মার্ট বৈশিষ্ট্য এবং OBD2 প্রযুক্তি আগামীতে আরও একাধিক স্কুটার আনবে তারা। সব ঠিকঠাক চললে লাইনআপের বাকি আপডেটেড মডেলগুলি এ বছর জুন থেকে বাজারে আসা শুরু করবে।

জাপানি বহুজাতিক সংস্থার কথায় এটি স্পষ্ট যে ভবিষ্যতে আরও কঠোর নির্গমন বিধি এবং ওই অত্যাধুনিক স্মার্ট ফিচার তাদের Activa 125, Grazia 125 ও Dio মডেলও পেতে চলেছে। আবার আরও আধুনিক ইঞ্জিনের উপর কাজ জারি রাখার কথাও জানিয়েছে হোন্ডা। যদি তারা নিজেদের এই লক্ষ্য পূরণে ব্যর্থ হয় তবে সেই প্রোডাক্টটির বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হবে। পরবর্তীতে নতুন ইঞ্জিন এবং টেকনোলজি সহ পুনরায় লঞ্চ করা হবে মডেলটি। H-Smart বা হোন্ডা স্মার্ট টেকনোলজিতে রয়েছে চারটি ফাংশন। সেগুলি সম্পর্কে নিচে আলোচনা করা হল।

স্মার্ট ফাইন্ড

এটি হল প্রত্যুত্তর ব্যবস্থা। যার মাধ্যমে স্কুটারের অবস্থান সম্পর্কে খুব সহজেই হদিশ লাগাতে পারবে এইচ স্মার্ট ফিচারের মূল নিয়ন্ত্রক একটি স্মার্ট কী। যা দেখতে গাড়ির চাবির মতো। যখন স্মার্ট কী-এর আনসার ব্যাক বাটনটি চাপা হবে, স্কুটারের চারটি ব্লিংকার একসাথে দু’দুবার করে প্রজ্বলিত হবে। ফলে ভিড়ের মাঝেও খুব সহজেই নিজের স্কুটারটি খুঁজে বের করা যাবে।

স্মার্ট আনলক

স্মার্ট কী সিস্টেম হচ্ছে একটি নতুন টেকনোলজি ফিচার। যা স্কুটারটিকে কোনরকম বাস্তবিক চাবি ছাড়াই লক এবং আনলক করতে সাহায্য করে। আবার সক্রিয়তার ২০ সেকেন্ডের মধ্যে যদি কোনরকম কার্যকলাপ না করা হয়, স্কুটারটি নিজে থেকেই নিষ্ক্রিয় হয়ে যাবে।

স্মার্ট স্টার্ট

যদি স্কুটারের ও স্মার্ট কী-এর মাঝের দূরত্ব ২ মিটারের মধে হয়, সেক্ষেত্রে রাইডার লক মডের নব ঘুরিয়ে ও স্টার্ট বাটন চেপে তাঁর বাহনটিকে অতি সহজেই চালু করতে পারবেন। এর জন্য পকেট থেকে চাবি বের করার প্রয়োজন পড়বে না।

স্মার্ট সেফ

অ্যাক্টিভার নতুন মডেলটি ম্যাপড স্মার্ট ইসিইউ সমেত এসেছে। যা ইসিইউ এবং স্মার্ট কী-এর মধ্যে বৈদ্যুতিন ম্যাচিংয়ের মাধ্যমে সুরক্ষার বলয় হিসেবে কাজ করবে। যার ফলে স্কুটার চুরি রোখা যাবে। স্মার্ট কী-তে রয়েছে একটি ইমমবিলাইজার সিস্টেম, যা রেজিস্টার হয়নি এমন চাবি দিয়ে ইঞ্জিন চালু করতে দেবে না। কারণ স্মার্ট চাবির সঙ্গে সিকিওর কানেকশন ছাড়া সিস্টেম চালু হবে না।