eBikeGo সাধ্যের মধ্যে শক্তিশালী ও টেকসই ই-স্কুটার বাজার আনছে, কবে লঞ্চ হবে জানুন

ব্যবসায়িক ও ব্যক্তিগত প্রয়োজনে পরিবেশবান্ধব ই-বাইক ভাড়া দেওয়ার জন্য বেশ সুনাম রয়েছে মুম্বাইয়ের ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপ ইবাইকগো (eBikeGo)-র। অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স’ (ওইএম)-দের কাছ থেকে ই-বাইক কিনে ভাড়ায় খাটায় সংস্থাটি। কিন্তু, ইবাইকগো অনুভব করেছে যে ভারতীয় সড়কে চলার জন্য শক্তিশালী ইলেকট্রিক বাইকের বড্ড অভাব। আর সেই অভাব পূরণের জন্য ‘Rugged’ নামের একটি উচ্চগতির নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হচ্ছে তারা। ২৫ অগাস্ট সেটি ভারতে লঞ্চ হবে বলে সংস্থাটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।

ভারতের রাস্তায় কোন ধরনের ব্যাটারিচালিত যান বেশি টিকবে, ভাল পারফর্ম করবে – এরকম হরেক রকমের ডেটা বিশ্লেষণ করে Rugged ই-স্কুটার বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে ইবাইকগো। তাদের দাবি, eBikeGo Rugged EV এই সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী ও টেকসই ই-স্কুটারের মধ্যে অন্যতম হতে চলেছে। স্পেসিফিকেশন কেমন হবে, দাম কত হবে – এই বিষয়গুলির উপর লঞ্চের দিন বিস্তারিতভাবে আলোকপাত করা হবে বলে জানিয়েছে ইবাইকগো।

ইবাইকগো-র প্রতিষ্ঠাতা ও সিইও ইরফান খান বলেছেন, একাধিক ওইএম-দের মূল্যায়ণ করার পর, আমরা Rugged ই-স্কুটারের নকশা ও উৎপাদনের জন্য বুক মোটর্স (Boom Motors)-কে বেছে নিয়েছি। Rugged-এর ডিজাইন থেকে নির্মাণ, পুরোটাই হয়েছে ভারতবর্ষে।

eBikeGo আরও জানিয়েছে যে, কেন্দ্রীয় সরকারের FAME-II সাবসিডি পাওয়ার সমস্ত মানদন্ড পূরণ করছে তাদের আসন্ন ই-স্কুটার Rugged। এর ফলে হাতের নাগালের মধ্যে দাম রাখা হবে বলে আশ্বাস দিয়েছে ইবাইকগো।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন