ফুল চার্জে ছোটে 170 কিমি, এই পাঁচ ই-স্কুটারের মধ্যে একটি 3 নভেম্বর ভারতে লঞ্চ করতে পারে Gogoro

আগামী ৩ নভেম্বর তাইওয়ানের প্রখ্যাত ইলেকট্রিক মোবিলিটি ব্র্যান্ড গোগোরো (Gogoro) ভারতের বাজারে পা রাখতে চলেছে। সংস্থাটি বিশ্ব বাজারে ইতিমধ্যেই তাদের একাধিক জনপ্রিয় স্কুটারের মাধ্যমে যথেষ্ট সুনাম কামিয়েছে। এদেশে তারা নতুন মডেল লঞ্চের পাশাপাশি গুরুত্বপূর্ণ শহরগুলিতে ব্যাটারি সোয়াপিং স্টেশন বসাবে বলে মনে করা হচ্ছে। জল্পনা শোনা যাচ্ছে, প্রাথমিক পর্যায়ে দেশের রাজধানী দিল্লি এবং বেঙ্গালুরুতে ব্যাটারি বদলের স্টেশন বসাবে তারা।
তবে ভারতে তাদের প্রথম ই-স্কুটার হিসাবে কোন মডেল লঞ্চ করা হবে, তা এখনও অজানা। এই প্রতিবেদনে বিশ্ববাজারে উপলব্ধ সংস্থাটির পাঁচ জনপ্রিয় বৈদ্যুতিক স্কুটারের তালিকা রইল। যার মধ্যে থেকে অন্তত একটি ভারতে আত্মপ্রকাশ করবে বলে আশা করা যায়।

Gogoro S1

এদেশে গোগোরোর হাজির হতে চলা ইলেকট্রিক স্কুটারগুলির মধ্যে অন্যতম সম্ভাব্য মডেল হল S1। এতে রয়েছে একটি ৭.২ কিলোওয়াট মোটর, যা থেকে সর্বোচ্চ ২০২ এনএম টর্ক উৎপন্ন হয়। Gogoro S1-এর রেঞ্জ ১৫০ কিমি এবং ০-৫০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে ৩.৭ সেকেন্ড সময় নেয়। স্কুটারটির সামনে এবং পেছনে অ্যাডজাস্টেবল সাসপেনশন রয়েছে। এটি গ্রাফাইট গ্রে এবং আইস গ্রে কালারে বেছে নেওয়া যায়।

Gogoro Viva

বিশ্ববাজারে বিক্রি হওয়া গোগোরোর অপর একটি উল্লেখযোগ্য স্কুটার হল Viva। এর দুটি মডেল রয়েছে – বেসিক এবং কিলেস। এদের ৩ কিলোওয়াট মোটর থেকে যথাক্রমে ৮৫ এনএম এবং সর্বোচ্চ ১১৫ এনএম টর্ক উৎপন্ন হয়। সম্পূর্ণ চার্জে এটি ৮৫ কিলোমিটার পথ দৌড়তে সক্ষম। এছাড়া এতে রয়েছে তিনটি রাইডিং মোড – লো এনার্জি, সুপার বুস্ট এবং নর্মাল। সোয়াপেবল ব্যাটারি সহ স্কুটারটি একাধিক রঙের বিকল্পে বেছে নেওয়া যায়।

Gogoro Delight

Gogoro Delight-এর মোটর থেকে ৭.০ কিলোওয়াট শক্তি এবং সর্বোচ্চ ১৯৬ এনএম টর্ক উৎপাদিত হয়। ফুল চার্জে স্কুটারটি ১৫০ কিলোমিটার পথ চলতে সক্ষম। ডিলাইট বেসিক এবং ডিলাইট – এই দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ স্কুটারটি। উপরন্তু এতে স্মার্ট, নরমাল, সুপার বুস্ট এবং লো এনার্জি রাইডিং মোড উপস্থিত। এতে আবার রিভার্স মোড রয়েছে।

Gogoro 2 Series

গোগোরো-র 2 Series-এর স্কুটার থেকে সর্বোচ্চ ৭ কিলোওয়াট শক্তি উৎপন্ন হয়। আবার এটি ১৯৬ এনএম টর্ক আউটপুট দিতে সক্ষম। এর রেঞ্জ প্রায় ১৭০ কিলোমিটার। স্কুটারটিতে লিকুইড কুল্ড কুলিং সিস্টেম এবং চারটি রাইডিং মোড রয়েছে – স্মার্ট, নরমাল, সুপার বুস্ট এবং লো এনার্জি। এটি উন্নত হার্ডওয়্যার এবং অত্যাধুনিক ফিচার দ্বারা সমৃদ্ধ।

Gogoro SuperSport

৭.৬ কিলোওয়াট মোটরের দ্বারা Gogoro SuperSport ২২৯ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। আবার ফুল চার্জ থাকলে প্রায় ১৭০ কিলোমিটার চলতে পারে স্কুটারটি। তিনটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায় এটি। প্রতিটির ফিচারের তালিকা আলাদা হলেও স্পেসিফিকেশন প্রায় একই। এই স্কুটারটিতেও হাই এন্ড ফিচার লক্ষ্যণীয়।