Realme C25 বাম্পার ছাড়ের সাথে কিনে নিন, অফার কিন্তু সীমিত সময়ের

গত এপ্রিলে ভারতে লঞ্চ হয়েছিল Realme C25। এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সহ এসেছে। আবার ফোনটির দাম শুরু হয়েছে ৯,৯৯৯ টাকা থেকে। যদিও আপনি রিয়েলমি সি২৫ ফোনটি এখন মাত্র ৮,৩২৫ টাকায় কিনতে পারবেন। আসলে Flipkart-এ চলছে Realme Days সেল। আর এই সেলেই ফোনটির ওপর ডিসকাউন্ট সহ ব্যাংক অফার দেওয়া হচ্ছে।

সস্তায় কিনুন Realme C25

ভারতে রিয়েলমি সি২৫ দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। যেগুলি হল  ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে ৯,৯৯৯ টাকা ও ১০,৯৯৯ টাকা।

তবে Flipkart Realme Days সেলে এই ফোনের ওপর ৭৫০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যদিও এর জন্য প্রিপেড পেমেন্ট বা ফোন এক্সচেঞ্জ করতে হবে। আবার Citi ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করলে পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়। যারপরে Realme C25 ফোনটি ৮,৩২৫ টাকা থেকে কেনা যাবে।

যদিও মনে রাখবেন এই সেল আগামী ৮ জুন পর্যন্ত চলবে। তাই সস্তায় এই বাজেট ফোনটি কিনতে আপনার হাতে আর দু’দিন সময় আছে।

Realme C25 এর স্পেসিফিকেশন

রিয়েলমি সি ২৫ অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউ আই ২.০ কাস্টম ওএসে চলবে। আবার এতে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পাওয়া যাবে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর।

Realme C25 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরারগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক উপলব্ধ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন