Airtel গ্রাহকদের জন্য সুখবর, দাম না বাড়লেও ৬৯৯ টাকার প্ল্যানে মিলছে আগের সমস্ত সুবিধা

দেশীয় বাজারে উপস্থিত টেলকোগুলির সমবেত সিদ্ধান্ত অনুযায়ী টেলিকম পরিষেবার মাশুল সম্প্রতি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অথচ পুরনো দামে গ্রাহককে বাড়তি সুযোগ-সুবিধা দিতে তৎপর দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা ভারতী এয়ারটেল (Bharati Airtel)। আজ্ঞে হ্যাঁ, সংস্থাটি তাদের ৬৯৯ টাকার প্রিপেইড প্ল্যানের মূল্য এবং সুবিধাগুলি অপরিবর্তিত রেখেছে। এব্যাপারে অনেকেই অবগত যে ৬৯৯ টাকা মূল্যের উক্ত এয়ারটেল প্রিপেইড প্ল্যান পূর্বে আকর্ষণীয় ওটিটি সুবিধা সহ উপলব্ধ ছিল। সেসময় এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকেরা সম্পূর্ণ নিখরচায় Amazon Prime Membership লাভের সুযোগ পেতেন। আশ্চর্যজনকভাবে এখনো এয়ারটেল তাদের এই রিচার্জ প্ল্যানের সঙ্গে পূর্বোক্ত সুবিধাটি প্রদান করছে। গ্রাহকদের চাপ বাড়িয়ে এক্ষেত্রে তারা এই প্ল্যানের দাম বাড়ানোর পথে হাঁটেনি, যা এয়ারটেল ব্যবহারকারীদের পক্ষে খুবই স্বস্তির ব্যাপার।

উল্লেখ্য, শুধুমাত্র টেলিকম পরিষেবা সরবরাহকারী সংস্থাগুলি নয়, বরং বিভিন্ন ওটিটি (OTT) প্ল্যাটফর্মের পক্ষ থেকেও কিছুদিন আগেই পরিষেবার মূল্য বাড়ানো হয়েছে। গত ১৪ই ডিসেম্বর অ্যামাজনের (Amazon) তরফ থেকেও প্রাইম সাবস্ক্রিপশনের দাম বাড়ানো হয়। একইভাবে মূল্যবৃদ্ধির পথে এগিয়েছে ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar)। ফলে টেলিকম পরিষেবা সরবরাহকারী সংস্থাগুলি যে তাদের ওটিটি-বান্ডলড রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে চলেছে, তা প্রত্যাশিত ছিল। তাছাড়া বহুক্ষেত্রে সংস্থাগুলি পুরনো প্ল্যান বাতিল করে বেশি দামের নতুন বিকল্প বাজারে আনে। অথচ সেখানে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে এয়ারটেল তাদের ৬৯৯ টাকার প্রিপেইড প্ল্যানের দাম অপরিবর্তিত রেখেছে।

৬৯৯ টাকার Airtel Prepaid Plan রিচার্জের সুবিধা

৬৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে একজন এয়ারটেল গ্রাহক দৈনিক ৩ জিবি ইন্টারনেট ডেটা এবং ১০০ এসএমএস খরচের ছাড়পত্র পাবেন। একইসাথে এই প্ল্যান আনলিমিটেড ভয়েস কলিং সুবিধার সঙ্গে উপলব্ধ। তাছাড়া পূর্বোক্ত উল্লেখ অনুযায়ী, এই প্ল্যান রিচার্জের ফলে বিনামূল্যে অ্যামাজন প্রাইম সদস্যপদ অর্জন করা যাবে। বাড়তি হিসেবে থাকবে Apollo 24/7 Circle, Shaw Academy, Wync Music পরিষেবা উপভোগের সুযোগ। সর্বোপরি রিচার্জ বিকল্পটি ১০০ টাকার FASTag ক্যাশব্যাক এবং ফ্রি Hellotunes পরিষেবা প্রদান করবে।

সুতরাং নিজের প্রিপেইড প্ল্যানের সঙ্গে বিনামূল্যে Amazon Prime Membership অর্জনে আগ্রহী হলে ৬৯৯ টাকার Airtel প্ল্যান গ্রাহকের পক্ষে বেশ লাভজনক হবে। একই দামে দেশের অন্য কোনো টেলকো আলোচ্য সুবিধা প্রদান থেকে বিরত থাকায় গ্রাহক আকর্ষণের ক্ষেত্রে এই প্ল্যান এয়ারটেলের সহায় হবে বলে আমাদের ধারণা।