কেবল ৩৯৯ টাকায় ভারতে এল রেডমি ইয়ারফোন

চীনা স্মার্টফোন কোম্পানি Xiaomi আজ একটি অনলাইন লঞ্চ ইভেন্টে ভারতে Redmi 9A এর সাথে Redmi Earphones লঞ্চ করেছে। যারা সস্তায় নতুন হেডফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি নতুন বিকল্প। রেডমি ইয়ারফোনস Hi-Res Audio সার্টিফাইড। এতে ১.২৫ মিটার ওয়াই শেপ কেবল দেওয়া হয়েছে। ভারতে এই হেডফোন Boat, Realme প্রভৃতি ব্র্যান্ডের হেডফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। জানিয়ে রাখি রিয়েলমি কিছুদিন আগে ভারতে Realme Buds Classic লঞ্চ করেছিল। যার দাম ৩৯৯ টাকা।

Redmi Earphones দাম ও উপলব্ধতা:

রেডমি ইয়ারফোনস এর দাম রাখা হয়েছে ৩৯৯ টাকা। এটি ব্লু, রেড ও ব্ল্যাক কালারে পাওয়া যাবে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে এর সেল শুরু হবে। আপনি Flipkart, Amazon ও Mi.Com থেকে এটি কিনতে পারবেন। জানিয়ে রাখি ভারতে Mi Earphones Basic এর দামও ৩৯৯ টাকা।

Redmi Earphones স্পেসিফিকেশন, ফিচার:

প্রথমেই বলি রেডমি ইয়ারফোনস এর ওজন মাত্র ১৩ গ্রাম। এতে অ্যালুমিনিয়াম অ্যালয় সাউন্ড চেম্বার ব্যবহার করা হয়েছে। আবার এই হেডফোন জাপানের Hi-Res Audio সার্টিফাইড। এতে পাবেন ১০ মিমি সাউন্ড ইউনিট ড্রাইভার, ডাইনামিক ব্যাস, ক্রিস্টাল ক্লিয়ার ভোকাল, রিফাইন্ড ট্রেবল। এবার এখানে এইচডি ওয়্যার কন্ট্রোল মাইক্রোফোন উপলব্ধ, যা ক্লিয়ার ও স্টেবল কল কোয়ালিটি অফার করবে।

আবার Redmi Earphones মিনি রিমোট কন্ট্রোল এর সাথে এসেছে। যার মাধ্যমে মিউজিক প্লে ও পজ, কল রিসিভ বা এন্ড এবং কিছুক্ষন চেপে ধরলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট কাজ করবে। এটি ইন ইয়ার ডিজাইনের সাথে এসেছে। আবার এতে সিলিকন ইয়ারপ্লাগস আছে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে, এটি ৯০ ডিগ্রী এঙ্গেল অডিও জ্যাকের সাথে এসেছে।