Hero ইলেকট্রিক স্কুটারে এবার আধুনিক সুরক্ষা ব্যবস্থা, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য চুক্তি

হিরো ইলেকট্রিক (Hero Electric) এবারে ম্যাক্সওয়েল এনার্জি (Maxwell Energy)-এর সাথে দীর্ঘসময়ের জন্য গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করল। এরা ইলেকট্রিক ভেহিকেলের সাথে সম্পর্কিত বিভিন্ন পরিষেবা প্রদান করে থাকে। চুক্তির শর্ত অনুযায়ী উভয় সংস্থা অ্যাডভান্সড ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ‌ করবে। এটি দিনকে দিন বৈদ্যুতিক যানবাহনের প্রতি মানুষের বেড়ে চলা অত্যাধুনিক প্রযুক্তির আকাঙ্ক্ষা পূরণ করতে সহায়তা করবে।

এই অংশীদারিত্বে ম্যাক্সওয়েল এনার্জি পরবর্তী তিন বছরের জন্য অ্যাডভান্সড ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম হিরো ইলেকট্রিক-কে সরবরাহ করবে। প্রাথমিক পর্যায়ে হিরো ইলেকট্রিক ম্যাক্সওয়েল এনার্জির থেকে ১০ লক্ষ বিএমএস সংগ্রহ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে।

এই প্রসঙ্গে হিরো ইলেকট্রিকের সিইও সোহিন্দর গিল বলেন, “ম্যাক্সওয়েল এনার্জির এই অত্যাধুনিক বিএমএস সলিউশন হিরো ইলেকট্রিককে তাদের ক্রেতাদের যানবাহনের সুরক্ষা এবং পারফর্মেন্স বাড়াতে সাহায্য করবে। তাঁর কথায়, “এই অংশীদারিত্ব স্থানীয় জোগান-শৃঙ্খল তৈরি করতে এবং মেক-ইন ইন্ডিয়া কর্মসূচিকে সমর্থন করবে। এর ফলে আমাদের আমদানির উপর নির্ভরশীলতা কমবে।”

সংস্থা সূত্রে খবর ম্যাক্সওয়েল এনার্জির নতুন প্রজন্মের অটোমোটিভ-সেফ বিএমএস বিভিন্ন রসায়ন এবং কনফিগারেশন সাপোর্ট করবে। প্রসঙ্গত, ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে নিরাপত্তার ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই নতুন প্রযুক্তি সে ক্ষেত্রে নবজাগরণ আনতে পারে বলেই মনে করা হচ্ছে।