এত বছর যা পারেনি, 2022 সালেই সে কাজ এক চুটকিতে করে দেখাল Hero Electric

ভারতবর্ষের ইলেকট্রিক স্কুটারের জগতে বহু পুরনো খেলোয়াড় হিরো ইলেকট্রিক সম্প্রতি এক মাইলফলক ছোঁয়ার কৃতিত্ব দাবি করল। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সদ্য পেরিয়ে আসা ২০২২ সালে তারা মোট ১,০০,১২৩ টি ব্যাটারি চালিত স্কুটার বিক্রি করতে পেরেছে। এর আগে কখনও এত বৈদ্যুতিক স্কুটার বেচতে পারেনি তারা। মাত্র এক বছরের মধ্যে এক লাখের বেশি গ্রাহক সংখ্যা অর্জন করার কৃতিত্ব সম্পূর্ণভাবেই ভারতবাসীর উপরেই দিয়েছেন এই সংস্থার শীর্ষ কর্তারা। তাদের এই অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে সংস্থার নতুন উচ্চগতি সম্পন্ন মডেল এবং লাস্ট মাইল ডেলিভারির ক্ষেত্রে বৈদ্যুতিকরণ ব্যবস্থা।

এই মুহূর্তে হিরো ইলেকট্রিকের ঝুলিতে রয়েছে মোট সাতটি বৈদ্যুতিক স্কুটার। এদের মধ্যে উচ্চগতি সম্পন্ন মডেলগুলি হল- Photon LP, Optima CX (সিঙ্গেল এবং ডুয়েল ব্যাটারি) ও NYX HS500ER। আর শহরাঞ্চলে চলাচলের জন্য কম গতিসম্পন্ন ইলেকট্রিক স্কুটারগুলি হল- NYX E5, Atria LX এবং Eddy। সংস্থার দাবি অনুযায়ী বর্তমানে তাদের স্কুটার সংখ্যা ৬ লাখের বেশি ভারতীয় ব্যবহার করে, যা বাস্তবিক ক্ষেত্রেই তাদের গর্বের আসনে বসিয়েছে।

হিরো ইলেকট্রিকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, “আগামী তিন বছরের মধ্যে পাঁচ মিলিয়ন ইলেকট্রিক ভেহিকেল তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছি আমরা। এর জন্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, ডিলারশিপ নেটওয়ার্ক পরিসর বাড়ানো এবং ইকো সিস্টেম তৈরি করার লক্ষ্যে PGO (পাবলিক গ্যারেজ ওনার্স) দ্বারা ট্রেনিং ব্যবস্থা চালু করা হবে। ব্যাটারি চালিত মডেলের গ্রাহকদের যথার্থ পরিষেবা দেওয়ার লক্ষ্যে PGO স্কিমের দ্বারা ২৫ হাজারেরও বেশি কর্মচারীদের যথার্থ ট্রেনিং দেওয়া হবে। এমনকি বৈদ্যুতিক যানবাহনের রাইডিং রেঞ্জ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দিতে অন্যান্য সংস্থার সঙ্গে যৌথবদ্ধভাবে হিরো ইলেকট্রিক সারা দেশ জুড়ে ২০ হাজারটি চার্জিং স্টেশন স্থাপন করবে।”

উপরন্তু, হিরো ইলেকট্রিক তাদের উৎপাদিত মডেলগুলির গ্রহণযোগ্যতা বাড়াতে বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে প্রবাদপ্রতিম জাপানি সংস্থা Nidec-এর সাথে হাত মিলিয়েছে। তাদের স্কুটারগুলিতে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে Nidec-এর তৈরি ইলেকট্রিক মোটর লাগানো হবে বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, ভারত সরকারের ইন্সেন্টিভ প্রদানকারী PLI স্কিমের অন্তর্গত ৭৫টি যন্ত্রাংশ উৎপাদনকারী সংস্থার মধ্যে Nidec অন্যতম।

অন্যদিকে, ২০১২ সালে লুধিয়ানাতে স্থাপিত কারখানা থেকে বর্তমানে প্রতি বছরে এক লক্ষ ইউনিট স্কুটার তৈরি করার মত বন্দোবস্ত করেছে হিরো ইলেকট্রিক। এছাড়াও, গত বছরের জুলাই মাস থেকেই তারা মাহিন্দ্রা গ্রুপের মধ্যপ্রদেশের পিতমপুরে অবস্থিত প্ল্যান্ট থেকে উৎপাদিত Optima এবং NYX ই স্কুটার ডেলিভারি দেওয়া শুরু করেছে।

মাস দুয়েক আগে এই সংস্থা রাজস্থানে তাদের সবচেয়ে বড় ইভি কারখানা স্থাপনের জন্য সেখানকার রাজ্য সরকারের সঙ্গে মৌ-চুক্তি স্বাক্ষরিত করেছে। এই প্ল্যান্ট থেকে প্রতি বছর প্রায় ২ মিলিয়ন টু-হুইলার উৎপাদিত হবে। রাজস্থানের সালারপুর ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নে অবস্থিত এই কারখানাটি প্রায় ১৭০ একর জমির উপর নির্মিত। ২০২৩ সালের শেষ থেকেই এখানে বাণিজ্যিকভাবে পণ্য উৎপাদন শুরু হবে। তাদের এই নতুন ফ্যাসিলিটিতে বিশ্বমানের যন্ত্রাংশ, রোবটের প্রয়োগ এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ও সৌরশক্তির মত অচিরাচরিত শক্তি উৎস ব্যবহার করা হবে।

বর্তমানে হিরো ইলেকট্রিকের হাতে রয়েছে ৭০০টিরও বেশি সেলস এবং সার্ভিস আউটলেট এবং রোডসাইড মেকানিক। তবে ইভি চার্জিং নেটওয়ার্ককে অতি দ্রুততার সঙ্গে বাড়াতে তৎপর হয়েছে হিরো। এই উদ্দেশ্যে ইতিমধ্যেই JIO-BP এর সাথে গাঁটছড়া বেঁধেছে তারা। এই দুইয়ের যৌথ উদ্যোগে তৈরি হওয়া চার্জিং স্টেশনগুলি সমস্ত ব্যাটারি চালিত যানবাহনের জন্যই ব্যবহারযোগ্য হবে।