পেট্রল ভরতে গিয়ে পকেট ফাঁকা! ইলেকট্রিক স্কুটার কিনবেন? সেরা পাঁচটি ব্র্যান্ড দেখে নিন

বিগত কয়েকমাসে ভারতের ইলেকট্রিক টু-হুইলারের বাজারে চিরাচরিত প্রথায় রদবদল ঘটতে দেখা গেছে। বিক্রির নিরিখে শীর্ষস্থানে চিরস্থায়ী আধিপত্য বজায় রাখতে ব্যর্থ প্রায় সকল সংস্থাই। তবে এক্ষেত্রে যেই সংস্থাটি অন্যান্যদের চাইতে কয়েক ধাপ এগিয়ে, তা আর কেউ নয়, বরং হিরো ইলেকট্রিক (Hero Electric)। দীর্ঘদিন ধরে একভাবে দেশের বৃহত্তম বৈদ্যুতিক দু’চাকার গাড়ির সংস্থার তকমা ধরে রাখলেও ২০২২ শুরু হওয়ার পর থেকে স্থানচ্যুতি ঘটে। পয়লা স্থানের অংশীদার হয় কখনও ওলা ইলেকট্রিক (Ola Electric), বা কখনও ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech)। তবে জুলাইয়ে নিজের হারানো জমি পুনরুদ্ধারে সক্ষম হয় হিরো ইলেকট্রিক। এবারে সেপ্টেম্বর শুরু হতেই আগস্টে ইলেকট্রিক স্কুটার বিক্রির পরিসংখ্যান সামনে এসেছে। কোন সংস্থা তালিকার কত নম্বর স্থান দখল করল জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Hero Electric

জুলাইয়ের পর আগস্টেও দেশের সর্বাধিক বিক্রিত ইলেকট্রিক টু-হুইলারের সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করল হিরো ইলেকট্রিক। গত মাসে সংস্থার মোট ১০,৪৭৬টি মডেল বিক্রির খবর সামনে এসেছে। মে-তে বিক্রিতে বিপর্যয় ঘটেছিল হিরোর। মাত্র ২,৮৪৯টি ই-স্কুটার বেচতে পেরেছিল তারা। সে তুলনায় আগস্টের বিক্রি প্রশংসার দাবি রাখে। জুলাইয়ে সংস্থার বেচাকেনার পরিমাণ ছিল ৮,৯৫৪।

Okinawa Autotech

বিগত ক’মাস ইলেকট্রিক টু-হুইলারের বাজারে শীর্ষস্থানটি উপভোগ করেছিল ওকিনাওয়া অটোটেক। তবে গত মাসের মতো আগস্টে বিক্রির নিরিখে দুই নম্বরে নেমে এসেছে সংস্থা। গত তারা মোট ৮,৫৫৪ ইউনিট ব্যাটারি চালিত স্কুটার বিক্রি করতে সমর্থ্য হয়েছে। জুলাইয়ে এদের বেচাকেনার পরিমাণ ছিল ৮,০৯৬। তবে মে’তে সংস্থাটি মোট ৯,২৯০ জন নতুন গ্রাহকের মুখ দেখেছিল।

Ather Energy

আমরা সকলেই জানি ইলেকট্রিক টু-হুইলারের দুনিয়ায় এথার এনার্জি একটি উল্লেখযোগ্য নাম। গত মাসে সংস্থাটি মোট ৬,৪১০ জন ক্রেতার হাতে ইলেকট্রিক স্কুটারের চাবি তুলে দিতে পেরেছে। জুলাইয়ে ২,৩৮৯ ইউনিট বিক্রির চাইতে যা অনেকটাই ভালো। এদিকে আগের বছর আগস্টের চাইতে বিক্রিতে ২৯৭ শতাংশ উত্থান ঘটেছে এথারের। আবার গেল মাসের বিক্রির নিরিখে ওলা ইলেকট্রিককেও পেছনে ফেলেছে এরা।

Ampere Electric

তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে অ্যাম্পিয়ার ইলেকট্রিক। আগস্টে মোট ৬,৩৯৬ জন ক্রেতা অ্যাম্পিয়ারের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে এসেছেন। জুলাইয়ের বেচাকেনার চাইতে যা সামান্য বেশি। সে মাসে তাদের মোট ৬,৩১৯টি স্কুটার বিক্রি হয়েছিল। তবে জুনের বেচাকেনার পরিমাণ ছিল একটু বেশি, যা ৬,৫৩৪।

Ola Electric

এপ্রিলে শীর্ষস্থান দখল করেছিল ওলা ইলেকট্রিক। কিন্তু আগস্টের বেচাকেনার নিরিখে তালিকার পঞ্চম স্থান পেয়েছে তারা। ইলেকট্রিক স্কুটারের বিক্রিতে এই ভরাডুবির কারণ জানা যায়নি। গত মাসে ৩,৪২১টি ইলেকট্রিক স্কুটার ডেলিভারি করেছে ওলা। জুলাইয়ের (৩,৮৬২ ইউনিট) চাইতেও যা কম। এদিকে গত মাসে S1-এর রি-লঞ্চের পর এ মাসের প্রথম দিনে ১০,০০০ বুকিং পেয়েছে বলে জানিয়েছে সংস্থা। উল্লেখ্য, এপ্রিলে ওলার বেচাকেনার পরিমাণ ছিল ১২,০০০ ইউনিট।