রেড অ্যালার্ট কেন্দ্র সরকারের, বিপদে কোটি কোটি iPhone, MacBook ও Apple Watch ব্যবহারকারী

ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-in) iPhone এবং iPad apple এবং Apple সাফারি ব্রাউজার, Vision Pro, MacBook, এবং Apple Watch ব্যবহারকারীদের জন্য একটি সর্তকতা জারি করেছে।

আপনি কি Apple প্রোডাক্ট ব্যবহার করেন? তাহলে এখনই সাবধান হয়ে যান, কারণ ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-in) iPhone এবং iPad apple এবং Apple সাফারি ব্রাউজার, Vision Pro, MacBook, এবং Apple Watch ব্যবহারকারীদের জন্য একটি সর্তকতা জারি করেছে।

CERT-in-এর মতে বর্তমানে এই প্রোডাক্টগুলি হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং তারা সহজেই এগুলি হ্যাক করে ডেটা চুর করতে পারে। 15ই মার্চ প্রথমবার সিইআরটি-ইন জানিয়েছে, অ্যাপলের আইওএস এবং আইপ্যাডওএস-এ একাধিক দুর্বলতা খুঁজে পাওয়া গেছে। যার ফায়দা তুলে হ্যাকাররা ব্যবহারকারীর ডিভাইসে বিভিন্ন অ্যাপকে মাধ্যম করে দূর থেকেই কোড পাঠাতে পারবে।

কোন কোন ডিভাইসের উপর প্রভাব ফেলেছে?

সিইআরটি-ইন এর রিপোর্ট অনুসারে, দুর্বলতাগুলি আইওএস এবং আইপ্যাড উভয় ডিভাইসের নিরাপত্তাকে প্রভাবিত করেছে, যেগুলি 16.7.6 সংস্করণ-এর আগের ওএসে কাজ করে। এর মধ্যে রয়েছে iPhone 8, iPhone 8 plus, iPhone X, iPad 5ম জেনারেশন, iPad Pro 9. 7 ইঞ্চি এবং iPad Pro 12.9 ইঞ্চি প্রথম জেনারেশন। এছাড়াও, iPad Pro 10.5 এবং 11 ইঞ্চি, iPad 3য় জেনারেশন, iPad Air 6ষ্ঠ জেনারেশন, এবং 17.4 এর আগে iOS ভার্সনে কাজ করা সংস্করণগুলি এই দুর্বলতা দ্বারা প্রভাবিত হয়েছে। উল্লেখ্য, সিইআরটি-ইন বলেছে যে, হ্যাকিংয়ের ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের তাদের ডিভাইসটিকে লেটেস্ট ওএস সংস্করণে আপডেট করতে হবে।

ম্যাকবুক, ভিশন প্রো এবং অ্যাপল টিভি ব্যবহারকারীরাও বিপদে পড়েছেন

19 মার্চ সিইআরটি-ইন একটি সতর্কতা জারি করে বলে যে, অ্যাপলের ম্যাকবুক, ভিশন প্রো এবং অ্যাপল টিভি ব্যবহারকারীরাও হ্যাকারদের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে এবং তারাও এই সমস্যা দ্বারা প্রভাবিত হতে পারে। আর এই ডিভাইস গুলির মধ্যে রয়েছে Apple Vision Pro, Apple TV, Apple TV 4K, Apple Watch Series 4 প্রভৃতি।