Redmi 10 Prime আজ প্রথমবার সেলে কেনা যাবে, রয়েছে ১০,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার

Redmi 10 Prime এর প্রথম সেল আজ। গত সপ্তাহে ফোনটি ভারতে লঞ্চ হয়েছিল। আজ দুপুর ১২ টা থেকে Amazon, Mi.com, Mi home store ও রিটেল স্টোরের মাধ্যমে ফোনটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা এক্সচেঞ্জ ও ব্যাংক কার্ড অফারের ফায়দা তুলতে পারবেন। Redmi 10 Prime ফোনে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ ও ফুল এইচডি প্লাস ডিসপ্লে।

Redmi 10 Prime এর দাম ও সেল অফার

রেডমি ১০ প্রাইম এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১২,৪৯৯ টাকা। আবার ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৪,৪৯৯ টাকা। ফোনটি ব্লু, ব্ল্যাক, ও হোয়াইট কালার অপশনে বেছে নেওয়া যাবে।

লঞ্চ অফারের কথা বললে HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারদের ফোনটির ওপর ৭৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। আবার পুরানো ফোন বদলে ১০,৫০০ টাকা পর্যন্ত এমআই এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।

Redmi 10 Prime এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি ১০ প্রাইম ফোনটি অ্যান্ড্রয়েড ১১-ভিত্তিক এমআইইউআই ১২.৫ কাস্টম ওএস-এ চলবে। এই ফোনের সামনে আছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) ডাস্ট ও স্প্ল্যাস প্রুফ ডিসপ্লে। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লের প্রোটেকশনের জন্য রয়েছে কর্নি গরিলা গ্লাস ৩। এই ডিসপ্লে অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট (৪৫ হার্টজ, ৬০ হার্টজ, ও ৯০ হার্টজ) সাপোর্ট করবে। ডিসপ্লের কাট আউটের মধ্যে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এদিকে রেডমি ১০ প্রাইম ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

Redmi 10 Prime ফোনে ব্যবহার করা হয়েছে আর্ম মালি জি৫২ এমসি২ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR4X) ও ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশনে উপলব্ধ। আবার অব্যবহৃত ইন্টারনাল স্টোরেজ থেকে ২ জিবি এক্সপেন্ডেবল র‌্যাম পাওয়া যাবে। গেমারদের জন্য Redmi 10 Prime আদর্শ, কারণ এতে হাইপার ইঞ্জিন গেম টেকনোলজি ২.০ রয়েছে। ফোনটি ডুয়েল স্টেরিও স্পিকার এবং ডুয়েল মাইক সহ এসেছে।

পাওয়ার ব্যাকআপের কথা বললে, এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং ও ৯ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি আছে। যদিও বক্সের মধ্যে ২২.৫ ওয়াট চার্জার পাওয়া যাবে। সিকিউরিটির জন্য‌ এতে বর্তমান এআই ফেস আনলক ও সাউড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন