Hero Electric এর স্কুটারে এবার উন্নত জাপানি প্রযুক্তি, ফেব্রুয়ারি মাসে প্রথম মডেল লঞ্চ

হিরো ইলেকট্রিক (Hero Electric) আরও উন্নত প্রযুক্তির বৈদ্যুতিক দু’চাকা গাড়ি তৈরির জন্য মরিয়া হয়ে উঠেছে। সে পথে চেষ্টায় কোনোরকম খামতি রাখতে নারাজ তারা। তাই এবারে জাপানি ব্র্যান্ড NIDEC Japan-এর সাথে হাত মেলানোর কথা এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল হিরো। যদিও উভয় সংস্থার চুক্তিবদ্ধ হওয়ার প্রক্রিয়া দু’বছর আগেই সংঘটিত হয়েছে বলে জানা যায়। তারা যৌথভাবে বৈদ্যুতিক স্কুটারের মোটর তৈরি করবে।

জাপানের টোকিও-তে আইইবি অটোটেক ২০২২-এর মঞ্চ থেকে হিরো ইলেকট্রিক জানিয়েছে যে তারা জাপানি সংস্থাটির সাথে ইলেকট্রিক টু-হুইলার নির্মাণ করবে। সম্প্রতি হিরো গাড়ির সরঞ্জাম সরবরাহের একটি ভরসাযোগ্য প্রতিষ্ঠানের খোঁজ করছিল। কিন্তু কোন ভারতীয় সংস্থাই এক্ষেত্রে লগ্নি করার সাহস দেখাতে পারেনি। এমন কথাই জানিয়েছে হিরো ইলেকট্রিক।

এই প্রসঙ্গে হিরো ইলেকট্রিকের সিইও সোহিন্দর গিল বলেন, “NIDEC-এর সাথে অংশীদারিত্ব আমাদের জোগান শৃঙ্খলের সমস্যা দূর করতে সাহায্য করেছে। তাদের রেকর্ড এবং তাদের সাথে আমাদের অংশীদারিত্বের আওতায় ইলেকট্রিক পাওয়ারট্রেন তৈরি করা হবে। ধীরে ধীরে সকল প্রকার সরঞ্জাম এর আওতায় আসবে।”

জানা গেছে NIDEC ভারতে তাদের রাজস্থানের নুমরানার কারখানা থেকে ইলেকট্রিক মোটর হিরোকে সরবরাহ করবে। আবার হিরো ঘোষণা করেছে জাপানি সংস্থার মোটর সহ তাদের উচ্চগতির ইলেকট্রিক বাইকগুলি তারা ২০২৩-এর ফেব্রুয়ারি থেকে বাজারে ছাড়া শুরু করবে। জাপানি সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, তারা ভারতীয় আবহাওয়ার সাথে উপযুক্ত হাব মোটর তৈরির কাজ শুরু করতে পেরে গর্বিত।