হাত দিলেই বরফের মতো ঠান্ডা অনুভূতি, অনন্য উপাদানে তৈরি বিশেষ ফোন আনছে OnePlus

OnePlus 11 বর্তমানে ওয়ানপ্লাসের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন। ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে এটি। ফ্ল্যাগশিপ মডেলটি দুই আকর্ষণীয় কালার অপশনে উপলব্ধ – এটার্নাল গ্রীন এবং টাইটান ব্ল্যাক। OnePlus 11-এর এই দুই কালার ভ্যারিয়েন্টই গ্রাহকরা খুব ভালভাবে গ্রহণ করেছেন। তবে ওয়ানপ্লাস তাদের এই হ্যান্ডসেটের শুধুমাত্র দুটি বিকল্প নিয়েই সন্তুষ্ট নয় বলে মনে হচ্ছে, কেননা কোম্পানি এখন OnePlus 11-এর মহাকাশ থেকে অনুপ্রাণিত বিশেষ সংস্করণ বাজারে আনার পরিকল্পনা করছে। ফোনটির একটি টিজারও প্রকাশ করা হয়েছে, যা কৌতূহল আরও বৃদ্ধি করেছে। আসুন তাহলে OnePlus 11-এর এই স্পেশাল এডিশনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

OnePlus 11-এর বিশেষ সংস্করণ শীঘ্রই আসছে বাজারে

চীনে ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট লি জেই ওয়ানপ্লাস ১১-এর একটি বিশেষ সংস্করণের ছবি শেয়ার করেছেন৷ টিজারে স্মার্টফোনটিকে বৃহস্পতি গ্রহের সাথে দেখানো হয়েছে, তাই অনুমান করা হচ্ছে যে, এটি কোনও ধরণের মহাকাশ-অনুপ্রাণিত ডিজাইনের সাথে আত্মপ্রকাশ করতে পারে৷ সংস্থা জানিয়েছে যে, অভূতপূর্ব উপকরণ এবং কারুকাজ, প্রতিটি মোবাইল ফোনকে অনন্য করে তোলে, যার ঝলক এই নতুন মডেলেও দেখা যাবে বলে দাবি।

OnePlus 11 Special Edition Phone

সুপরিচিত চীনা টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশনের মতে, ওয়ানপ্লাস ১১-এর স্পেশাল এডিশনের পিছনের প্যানেল কাচের বদলে একটি অনন্য স্পেস মেটেরিয়াল দিয়ে তৈরি করা হবে, যা ফোনে আগে কখনও ব্যবহার করা হয়নি। এই উপাদানের জন্য, স্পর্শ করার সময় নতুন মডেলটির রিয়ার প্যানেলে শীতল এবং ঠান্ডা সংবেদন অনুভূত হবে। টিপস্টার এও স্পষ্ট করেছেন যে, এটি গত মাসে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ ইভেন্টে প্রদর্শন করা ওয়ানপ্লাস ১১-এর কনসেপ্টের মতো হবে না।

এছাড়াও, এক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) ব্যবহারকারী উল্লেখ করেছেন যে, OnePlus 11-এর নতুন স্পেশাল এডিশনটির ব্যাক প্যানেলটি মার্বেল দিয়ে তৈরি হতে পারে, আবার অন্যরা অনুমান করেছেন যে, এটিতে Vivo V27-এর মতো রঙ-বদল করার ক্ষমতা থাকতে পারে। যদিও, ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে খুব শীঘ্রই OnePlus 11-এর এই নতুন মডেলের বিশেষত্ব সম্পর্কে বিষয়ে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়।

জানিয়ে রাখি, OnePlus 11-এ ৩২,১৬ x ১,৪৪০ পিক্সেল রেজোলিউশন সহ ১২০ হার্টজ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে৷ ডিভাইসটি লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, এই ফ্ল্যাগশিপ ফোনটির ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 11-এ ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।